বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি মাসেই শুরু হচ্ছে ঘরোয়া লিগের (Calcutta Football League) নতুন মরসুম। আগামী 25 তারিখ রয়েছে শুভ উদ্বোধন। আর তার ঠিক আগে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে প্রিমিয়ার ডিভিশনের বিভিন্ন ক্লাব। জানা যাচ্ছে অন্যান্য অংশগ্রহণকারী ক্লাবগুলির পাশাপাশি খুব শীঘ্রই প্র্যাকটিস শুরু করছে কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
কবে থেকে শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের প্রস্তুতি?
আপাতত যা খবর, আসন্ন 25 জুন অর্থাৎ ঘরোয়া লিগের উদ্বোধনের দিনকে সামনে রেখে আগামী বুধবার প্রস্তুতি শুরু করছে ইস্টবেঙ্গল। প্রথম রাউন্ডে মূলত, কলকাতা লিগের কোচ বিনো জর্জের দল ইস্টবেঙ্গলের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে মেরিনার্স ক্লাব। ফলত, সেজন্যই প্রথম প্রস্তুতি ম্যাচকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন লাল হলুদ কর্তারা।
লিগে ভাল ফল করতে মরিয়া বিনো জর্জ
বলে রাখি, ঘরোয়া লিগ থেকেই উত্থান হয়েছিল ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণু, সায়ন ও জেসিনদের। কাজেই অতীতে ইন্ডিয়ান সুপার লিগ ও সুপার কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট গুলিতে ব্যর্থতার পর ঘরোয়া লিগে ভাল ফল করতে চাইছেন লাল হলুদের কলকাতা ময়দানের কোচ বিনো জর্জ।
বলা বাহুল্য, গত মরসুমে ঘরোয়া লিগে অপরাজিত ছিল ইস্টবেঙ্গল। তবে পরবর্তীতে আইনি জটিলতার কারণে শিরোপা জেতা হয়নি, কলকাতা ময়দানের এই প্রধানের। জানা যায়, গোটা বিষয়টাই এখন আদালতের রায়ের ওপর নির্ভরশীল।
অবশ্যই পড়ুন: দু’দিনেই ভয়াবহ অবস্থা! ভারতের কারণে শুকিয়ে কাঠ, চন্দ্রভাগার জল নিয়ে কান্নাকাটি পাকিস্তানের
মোহনবাগানের প্রস্তুতি ম্যাচ কবে?
ঘরোয়া লিগের উদ্বোধনকে সামনে রেখে প্রিমিয়ার ডিভিশনের অন্যান্য দলের পাশাপাশি বুধবার প্রস্তুতি ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। অন্যদিকে কলকাতা ময়দানের আরেক প্রধান অর্থাৎ মোহনবাগান আগামী 16 জুন অনুশীলনে পা বাড়াবে।
গত সিজেনে ইন্ডিয়ান সুপার লিগে সিনিয়র দলের পাশাপাশি বয়স ভিত্তিক ফুটবলেও যথেষ্ট দাপট দেখিয়েছে সবুজ মেরুন। জানা যাচ্ছে, যুব লিগের চ্যাম্পিয়ন দল নিয়েই এবার ঘরোয়া লিগে নামার পরিকল্পনা রয়েছে বাগানের। যদিও আপাতত যা খবর, মোহনবাগানের মাঠে সংস্কারের কাজ চলায় সবুজ মেরুন জার্সিধারীদের অনুশীলন হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।