বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবারই হারের বদলা নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। ঘরের মাঠ যুবভারতীকে কাজে লাগিয়ে জামশেদপুরকে একেবারে উড়িয়ে দিয়েছে হোসে মোলিনার দল। সেই সাথে ফাইনালের মঞ্চে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর বিপক্ষে জায়গা পাকা হয়ে গিয়েছে সবুজ মেরুনের। এখন প্রশ্ন, কোথায় গড়াবে মোহনবাগান বনাম বেঙ্গালুরুর (Mohun Bagan Vs Bengaluru FC ) ISL মহাযুদ্ধ? উত্তর মিলবে পুরোনো অঙ্কে।
ফাইনালের আগেই আত্মবিশ্বাসী বাগান
গোটা ISL মরসুমে শক্তিশালী দল হিসেবেই পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা ধরে রেখেছে মোহনবাগান। শেষ পর্যন্ত ঘরের মাঠেই ভাগ্য ফিরিয়ে ফাইনালের মঞ্চে নামতে চলেছে কলকাতা ময়দানের এই প্রধান। তবে তার আগে জামশেদপুরকে লিগ ছাড়া করে একপ্রকার আত্মবিশ্বাসের সিঁড়িতে চেপে বসেছে বাগানের ছেলেরা।
গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে একেবারে শক্তসমর্থ ফুটবল খেলে ভক্তদের হৃদয়ে মলিন বাতাস বইয়ে দিয়েছেন মনবীর সিং, জেসন কামিংস, আপুইয়ারা। এখন লক্ষ্য ইন্ডিয়ান সুপার লিগের প্রধান মঞ্চে বেঙ্গালুরুকে ফুটিয়ে ট্রফি কাঁধে তোলা। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, সেই কাজটা কঠিন হলেও চেনা কৌশলে ঠিকই পারবে মোহনবাগান।
কোথায় গড়াবে ISL ফাইনাল?
ভারতীয় ফুটবলের নিয়ম অনুযায়ী, ইন্ডিয়ান সুপার লিগের কাপ ফাইনালে যে দুই দল উঠবে, সেই দুইয়ের মধ্যে লিগে এগিয়ে থাকা দলই ফাইনালের মাঠ চয়নের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। আর সেই হিসেব অনুযায়ী, চলতি ISL মরসুমের বেশিরভাগ ম্যাচ জিতে এগিয়ে রয়েছে মোহনবাগান। ফলত, শর্ত অনুযায়ী, বাগানের ঘরের মাঠেই আয়োজিত হতে চলেছে ISL 2024-25 ফাইনাল। কাজেই প্রশ্ন থেকে যায়, ফাইনালে কি তবে বাড়তি সুবিধা পাবে মোহনবাগান?
ঘরের মাঠে সুবিধা পাবে বাগান?
গোটা মরসুমে ঘরের মাঠ যুবভারতীকে কাজে লাগিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছে সবুজ মেরুন। মোহনবাগানই একমাত্র দল যারা চলতি ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ ঘরের মাঠে জিতেছে। গতকালও যুবভারতীর চেনা পরিবেশ ও স্টেডিয়াম ভর্তি সমর্থকদের গলা ফাটানো চিৎকারের মধ্যে দিয়েই জামশেদপুরকে 2-0 গোলে ফেরত পাঠিয়েছে মোলিনার দল।
অবশ্যই পড়ুন: পরপুরুষে আসক্তি? যে কারণে ২০ বছরের দাম্পত্য জীবন শেষ হতে পারে মেরি কমের
এমতবস্থায়, আগামী 12 এপ্রিল, শনিবার বেঙ্গালুরুর বিপক্ষে ফাইনালের মঞ্চে বাগান যে বাড়তি সুবিধা পাবে এ কথা বলার অপেক্ষাই রাখে না। তবে দেখার, এদিন শুভাশিস বসুরা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন কিনা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |