ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি কোন ভারতীয়র? কার হাতে নতুন ইতিহাস রচনার সুযোগ? দেখে নিন

Published:

Which Indian has the most centuries against England Who will break that record
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 20 জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের (England) বহু অপেক্ষিত টেস্ট সিরিজ। সেই মতোই ভারতীয়রা গিয়ে পৌঁছেছেন ইংলিশদের ডেরায়। তবে এ বছরের টেস্ট সিরিজটা অন্যান্য সময়ের মতো কাটবেনা ভারতের। কারণটা যথেষ্ট স্পষ্ট! অন্যান্য বারের মতো এবার থেকে আর জাতীয় টেস্ট দলে দেখা যাবে না রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ফলত, ইংল্যান্ডের মাটিতে মহাতারকাহীন লড়াইটা বেশ খানিকটা জটিল হবে শুভমন গিলদের পক্ষে।

তবে কোচ গৌতম গম্ভীর চাইছেন বিরাটদের অনুপস্থিতিতেই দলের পুরনো ছন্দ ধরে রাখতে। তবে সেসবের মাঝে অতীত না ঘাটলে চলে! ইংল্যান্ডের মাটিতে কোন ভারতীয়র সবচেয়ে বেশি রান রয়েছে? ইংলিশদের চ্যালেঞ্জিং ভূমিতে কোন ভারতীয় ব্যাটসম্যান সবচেয়ে সফল? কার ঝুলিতেই বা রয়েছে সবচেয়ে বেশি সেঞ্চুরি? আজকের প্রতিবেদনে রইল এমন সমগোত্রীয় প্রশ্নের উত্তর।

ইংল্যান্ডের বুকে দাপট দেখিয়ে তালিকার শীর্ষে থাকা ভারতীয়

ইংল্যান্ডের সুইং বোলিংয়ের বিরুদ্ধে দুর্ধর্ষ চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল ব্যাটসম্যান হওয়ার তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর। ইংলিশদের বিরুদ্ধে টেস্টে 7টি দুরন্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। সচিনের সবচেয়ে স্মরণীয় ইনিংসগুলির মধ্যে রয়েছে 1990 সালে ম্যানচেস্টারে 119 রানের অপরাজিত ইনিংস। তেন্ডুলকরের এই ইনিংস দেখেই গোটা বিশ্ব বুঝেছিল ক্রিকেটে নতুন তারকার জন্ম হয়েছে। তাছাড়াও 2002 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লিডসে 193 রানের বড় ইনিংস সচিনের দীর্ঘ সেঞ্চুরি গুলির মধ্যে একটি।

দ্বিতীয় সর্বোচ্চ সফল ভারতীয়

সচিন তেন্ডুলকরের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখানো ভারতীয়দের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ সফল ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। এই ভারতীয় কিংবদন্তি ইংলিশদের বিরুদ্ধে টেস্টে 6টি স্মরণীয় সেঞ্চুরি করেছিলেন। বলে রাখি, রাহুল দ্রাবিড়ের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হিসেবে তালিকায় নাম রয়েছে সুনীল গাভাস্কারের। সুনীলও ইংল্যান্ডের বিরুদ্ধে 6টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

সেঞ্চুরির নিরিখে তৃতীয়

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি গড়ার নিরিখে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। সদ্য অবসর নেওয়া এই ভারতীয় মহাতারকা ইংলিশ বোলারদের পিটিয়ে টেস্টে দুটি সেঞ্চুরি করেছেন। প্রথমটি 2018 সালে নটিংহ্যামে 103 রানের ইনিংস এবং অপরটি 2018 সালেই এজবাসস্টনে 149 রানের ইনিংস।

অন্যান্যরা

বিরাট কোহলির পাশাপাশি ইংলিশদের বিরুদ্ধে সবরকম কন্ডিশন মাথায় রেখে সদ্য অবসর নেওয়া রোহিত শর্মাও একটি সেঞ্চুরি করেছেন। বলে রাখি, 2021 সালে লন্ডনের ওভালে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে ইংলিশদের বিরুদ্ধে 127 রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। তবে রোহিতের থেকেও এগিয়ে রয়েছেন ভারতীয় দলের অন্যতম প্রিয় তারকা কে এল রাহুল। বর্তমানে ইংলিশদের বিরুদ্ধে টেস্টে দুটি সেঞ্চুরি করে রেকর্ড ভাঙার লক্ষ্যে পা বাড়িয়েছেন তিনি।

অবশ্যই পড়ুন: কেরিয়ারের শুরুটা সবুজ মেরুন জার্সিতেই, মোহনবাগানে ফিরতে চাইছেন সেই তারকা ফুটবলার!

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সেঞ্চুরির দিক থেকে সবচেয়ে সফল ক্রিকেটার সচিন তেন্ডুলকরের 7 সেঞ্চুরির রেকর্ড এখনও ভাঙতে পারেননি কেউই। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ইংলিশদের বিরুদ্ধে দুটি সেঞ্চুরি করা রাহুলের হাতে সেই সুযোগ রয়েছে। কাজেই সচিনের রেকর্ডে ছেদ করতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজে 6টি সেঞ্চুরি করতে হবে তাঁকে। যা অসম্ভব হলেও ক্রিকেট বলেই আশার আলো জাগিয়ে রেখেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join