দুই বিদেশিকে হারালো KKR! কোহলিদের বিপক্ষে কোন একাদশ নিয়ে নামবেন রাহানে?

Published:

Which Playing XI will KKR field against RCB?
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘাতের আবহে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে শনিবার থেকেই। প্রথম ম্যাচে শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। তবে সেই ম্যাচের আগেই একপ্রকার চিন্তায় ভেঙে পড়েছে KKR।

বাকি বিদেশিরা দলে যোগ দিলেও ইংলিশ অলরাউন্ডার মঈন আলি ও ওয়েস্ট ইন্ডিজ তারকা রোভম্যান পাওয়েলকে আর পাচ্ছে না নাইটরা। আর তাতেই কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে নাইট ম্যানেজমেন্টের। প্রশ্ন উঠছে, দুর্বল দল নিয়ে কীভাবে প্লে অফের স্বপ্ন দেখবে কলকাতা? RCB-র বিপক্ষেই বা কেমন একাদশ নামাবে শাহরুখ-জুহির দল? দেখে নিন।

কেন দলে ফিরলেন না মঈন?

বৃহস্পতিবার বেশ কয়েকটি জনপ্রিয় ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট জানিয়েছে, মূলত ব্যক্তিগত কারণে আর IPL খেলবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার মঈন আলি। যদিও এ বিষয়ে গত কয়েক মাস ধরেই চলছিল জল্পনা। অনেকেই বলছিলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রা শেষ হলেই ক্রিকেট থেকে চিরতরে বিদায় নেবেন মঈন, তবে সেই দুর্দিন যে এত তাড়াতাড়ি ধরা দেবে, তা হয়তো স্বপ্নতেও কল্পনা করতে পারেনি KKR।

পাওয়েলকে নিয়ে সমস্যা কোথায়?

বেশ কিছু রিপোর্ট মারফত যা খবর, মঈন নিজস্ব সিদ্ধান্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালেও ওয়েস্ট ইন্ডিজ তারকা তথা রাসেল সতীর্থ রোভম্যান পাওয়েলকে নিয়ে এমনিতেই চিন্তায় ছিল KKR। কেননা, ক্যারিবিয়ান তারকা বেশ কিছুদিন ধরেই চোট সমস্যায় ভুগছেন। জানা যাচ্ছে, পাওয়েলের চোট সময়মতো নাও সারতে পারে, আর সেই আশঙ্কাতেই আপাতত আর কলকাতায় ফিরছেন না পাওয়েল।

দলে ফিরেছেন কুইন্টন ডিক’ক সহ বাকিরা

দুই বিদেশিকে নিয়ে সমস্যা থাকলেও ইতিমধ্যেই কথা মতো নাইট শিফটে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডিক’ক, নাইটদের পুরনো সঙ্গী আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনজন, ওদিকে আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ সহ বাকিরা। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, ভারত-পাক সংঘাতের আবহ কিছুটা শিথিল হওয়ার পর এবার দলে ফিরে আসা বিদেশিদের নিয়েই বেঙ্গালুরুর বিপক্ষে শক্তি প্রদর্শন করবে কলকাতা। তবে সূত্রের খবর, দুই বড় তারকাকে হারানোর পর আপাতত যেকোনও একজন ক্রিকেটারকে স্বল্প মেয়াদের জন্য দলে নিতে চাইছে KKR।

অবশ্যই পড়ুন: পাকিস্তানকে বিনা কারণে সাহায্য করছে না তুরস্ক! জেনে নিন অকৃতজ্ঞ তুর্কির অসৎ উদ্দেশ্যগুলি

বেঙ্গালুরুর বিপক্ষে KKR-র সম্ভাব্য একাদশ

কুইন্টন ডিক’ক (উইকেট রক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার/মনিশ পান্ডে, অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমণদীপ সিং, বৈভব আরোরা, স্পেন্সার জনসন ও বরুন চক্রবর্তী।

বেঙ্গালুরুর বিপক্ষে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হতে পারে হর্ষিত রানাকে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join