গ্রুপ B-র ম্যাচ ভেস্তে যেতেই বদলে গেল সমীকরণ, সেমিফাইনালে কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া?

Published:

Which team will India face in the semi-finals? See the Champions Trophy equation
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলল ভারত এবং নিউজিল্যান্ড। আগামী 2 মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে সম্মুখ সমরে উপস্থিত হবে এই দুই দল। তবে তার আগেই সেমিতে নিজেদের জায়গা পোক্ত করে ফেলেছে রোহিত শর্মা ও মিচেল স্যান্টনাররা। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে সেমিফাইনালে কোন দলের মুখোমুখি হবে ভারত? উত্তর রয়েছে জটিল অঙ্কে।

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে শত্রু বৃষ্টি

মঙ্গলবার রাওয়ালপিন্ডির মাঠে নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচ গড়ানোর কথা ছিল। তবে সেই রাস্তায় কাঁটা হয়েছে বৃষ্টি। পাকিস্তানে বৃষ্টির জেরে গতকালের ম্যাচ বাতিল করা হয়। তবে ম্যাচ পরিত্যক্ত হলেও লাভের মুখ দেখেছে দুই দলই। সূত্র বলছে, দ্বিতীয় বার অস্ট্রেলিয়ার মুখোমুখি না হয়েও 3 পয়েন্ট ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। একইভাবে ম্যাচ বাতিল হওয়ায় অ্যাডভান্টেজ পেয়েছে অস্ট্রেলিয়াও। তাদের পয়েন্টেও কাটছাট করেনি আইসিসি।

চাপ বেড়েছে দুই দলের

প্রথমে নিউজিল্যান্ড এবং রবিবার ভারতের কাছে দুরমুশ হয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা দুবাইতেই শেষ করেছে পাকিস্তান। আপাতত আর আশা নেই রিজওয়ান অ্যান্ড কোম্পানির। এহেন আবহে আশা ছিল যাদের, বাড়তি চাপ পোয়াতে হচ্ছে তাদেরই। রিপোর্ট বলছে, গতকাল বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার লাভ হলেও চাপে পড়েছে বি গ্রুপের দুই দল ইংল্যান্ড এবং আফগানিস্তান। বর্তমানে আগামী ম্যাচ তাদের কাছে ডু অর ডাই ম্যাচ হতে চলেছে।

সেমিতে কোন দলের মুখোমুখি হবে ভারত?

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরই ভারত এবং নিউজিল্যান্ডের সেমিফাইনালে রাস্তা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। আর এরপরই প্রিয় দলের শেষ চারের লড়াই নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরা। প্রশ্ন উঠছে, সেমিতে কোন দলের বিপক্ষে লড়তে হবে রোহিত বাহিনীকে? এমন পরিস্থিতিতে, প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী, সেমিফাইনালের মঞ্চে ভারত কোন দলের বিপক্ষে লড়বে তা জানতে হলে নজর রাখতে হবে গ্রুপ বি-র দিকে।

রিপোর্ট বলছে, অ্যাডভান্টেজ পেয়ে এবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। আর সেই মঞ্চে জিততে পারলেই সেমির টিকিট পাকা হয়ে যাবে অজিদের। তবে যদি কোনও ভাবে উল্টো ঘটনা ঘটে অর্থাৎ আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় সে ক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফির আসর জমেবে ভাল ভাবেই। অন্যদিকে ইংল্যান্ড যদি আফগানিস্তানকে হারাতে পারে সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংলিশ বাহিনী। তবে তা সত্ত্বেও এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুনঃ পাকিস্তান, বাংলাদেশ নয়! দেউলিয়া হওয়ার পথে ভারতের আরেক প্রতিবেশী, সতর্ক করল IMF

এবার আসা যাক ভারতের প্রসঙ্গে। সূত্র বলছে, ভারত যদি শেষ ম্যাচে জয় তুলতে পারে তবে রোহিতদের মুখোমুখি হতে হবে গ্রুপ বি-এর রানার্স দলের সঙ্গে। তবে হিসেবটা যদি উল্টো হয় সে ক্ষেত্রে ভারতকে লড়তে হবে গ্রুপ বি-র চ্যাম্পিয়নদের সঙ্গে। এক কথায় বলা যায়, ভারত সেমিফাইনালে কোন দলের সাথে খেলবে তা এখনই পুরোপুরি পরিষ্কার নয়। এই উত্তর জানতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সমর্থকদের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join