Indiahood-nabobarsho

ইস্টবেঙ্গলের প্রতিশোধ নিল মোহনবাগান, সেমিতে সবুজ মেরুনের প্রতিপক্ষ কে?

Published on:

Which team will Mohun Bagan face in the Super Cup 2025 semi-finals?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের পর কলিঙ্গ সুপার কাপেও (Super Cup 2025) জয়ের ধারা অব্যাহত রাখলো মোহনবাগান সুপার জায়েন্ট। শনিবাসরীয় ম্যাচে দক্ষিণী ক্লাব কেরালা ব্লাস্টার্সকে জাতের খেলা দেখিয়ে 2-1 গোলে মাঠ ছাড়া করেছে সবুজ মেরুন বাহিনী। আর সেই প্রত্যাশিত জয়ের পর এবার সেমির আসরে মোহনবাগান। কাদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে গঙ্গা পাড়ের দল? জেনে নিন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভাল শুরু করেও বাগানের কাছে হারল কেরালা

শনিবার বাস্তব রায়ের দল মোহনবাগানের কাছে বিরাট ধাক্কা খেয়েছে ডেভিড কাতলার কেরালা। তবে ম্যাচের শুরুটা শক্ত হাতে ধরেছিল দক্ষিণের এই দল। প্রতিবার বাগান রক্ষণে ঢুকে কাজের কাজ করার চেষ্টায় ছিলেন কেরালার দক্ষ ফুটবলাররা। এদিন 7 মিনিটের মাথায় কেরালার বিকাশ ইয়ুমনাম ক্রস বিপদ ডেকে আনতে পারতেন। তবে তেমনটা হয়নি। 12 মিনিটে সুযোগ পেয়েছিল মোহনবাগানও। যদিও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি সবুজ মেরুন। শেষ পর্যন্ত গতির বিরুদ্ধে গিয়ে 22 মিনিটে গোল করেন সাহাল আব্দুল সামাদ।

বাগানের প্রথম সাফল্যে একেবারে সর্বস্ব উজাড় করে দিয়ে গোল পরিশোধ করার আমরণ চেষ্টা চালায় কেরালা। তবে তাতে কাজের কাজ হয়নি। দ্বিতীয় পর্বে গিয়ে আক্রমণ শানায় বাগান। সেই মতো 52 মিনিটের মাথায় বাগানে দ্বিতীয় সাফল্য আসে সুহেল ভাটের হাত ধরে। পরপর দুই গোলের মালা পড়ে পাল্টা দিতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছিল দক্ষিণী দল। অবশেষে অতিরিক্ত সময়ের ম্যাচে 94 মিনিটে একটি গোল করে ব্যবধান কিছুটা কমিয়ে আনেন শ্রীকুত্তান।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ম্যাচ জয়ের পরই আত্মবিশ্বাসী সুর বাগান অধিনায়কের গলায়

শনিবার সুপার কাপের প্রথম ম্যাচে কেরালাকে গুঁড়িয়ে ক্যামেরার মুখোমুখি হয়ে অধিনায়ক দীপক টাংরি জানিয়েছিলেন, বেশ ভাল লাগছে। আমরা প্রত্যেকেই নিজেদের 100 শতাংশ দিয়ে চেষ্টা করেছি। যে কথা নিয়ে খেলতে নেমেছিলাম তেমনটাই হয়েছে। ছেলেরা নিজেদের সবটা দিয়ে চেষ্টা করেছে। একথা বলতে বলতেই আচমকা অধিনায়ক দীপকের গলায় শোনা যায় আত্মবিশ্বাসের সুর। টাংরি বললেন, মোহনবাগান কখনও হারে না, সব ম্যাচই জিততে চেষ্টা করে। দীপকের সংযোজন ছিল, দলের জুনিয়ররা এই ম্যাচ দিয়েই লাইমলাইটে আসার সুযোগ পেয়েছিল। আর তা ভালভাবে কাজে লাগিয়েছে তাঁরা।

অবশ্যই পড়ুন: লটারিতে কোটি টাকা ফেঁসেও শান্তি নেই জীবনে! ঘুম উড়ল বীরভূমের পরিযায়ী শ্রমিকের

শেষ চারে মোহনবাগানের প্রতিপক্ষ কে?

সুপার কাপের উদ্বোধনী ম্যাচে প্রতিবেশী ইস্টবেঙ্গলকে বধ করা ডেভিড কাতলার কেরালাকে বড় শিক্ষা দিয়েছে বাগানের ছেলেরা। প্রথমত আই লিগের দল চার্চিল ব্রাদার্স সুপার কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় ম্যাচে অংশ না নিয়েই একেবারে কোয়ার্টার ফাইনালে হাজির হয়েছিল সবুজ মেরুন। আর সেই আসরে কেরালাকে বধ করার পর বর্তমানে সেমিফাইনালের টিকিটও পাকা করেছেন সাহালরা। জানিয়ে রাখি, আগামী 30 এপ্রিল, বুধবার মানালো মার্কেজের দল এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে ময়দান প্রধান মোহনবাগান। যেই ম্যাচের জন্য বর্তমানে হাপিত্যেশ করে বসে রয়েছেন সমর্থকরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group