বৃষ্টির কারণে ভেস্তে যাবে কোয়ালিফায়ার টুয়ের ম্যাচ! আশঙ্কার মাঝেই ঠিক হয়ে গেল IPL ফাইনালের দল

Published on:

IPL 2025 Final Equation

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ লগ্নে এসে পৌঁছেছে IPL 2025। লিগ পর্বেই বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের মতো দল। অন্যদিকে এলিমিনেটর ওয়ান ম্যাচ হার্দিক পান্ডিয়ার মুম্বইয়ের কাছে পরাস্ত হয়ে যাত্রা শেষ করেছে একসময়ের ফার্স্ট বয় শুভমন গিলের গুজরাত টাইটান্স। তবে গুজরাতকে হারিয়ে কোয়ালিফায়ার টুয়ের আসর পাকা করেছে MI।

অন্যদিকে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাস্ত হয়ে শেষ সুযোগের অপেক্ষায় পাঞ্জাব। সেই সূত্রেই বলি, আজ অর্থাৎ পহেলা জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাবি কিংস। তবে ওয়েদার রিপোর্ট যা বলছে তাতে বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ফাইনালে ওঠার শেষ লড়াই। সেক্ষেত্রে দুই দলের ভাগ্য নির্ধারিত হবে কীভাবে?

শোনা যাচ্ছে, দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুরুর আগেই নাকি ঠিক হয়ে গিয়েছে ফাইনালের দল। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম মেনে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বৃষ্টি হলে আদতে লাভ হবে একটি দলের। কোন দল? কোন অঙ্কেই বা ম্যাচ না খেলে ফাইনালে উঠতে পারবে সেই দল? দেখে নিন।

বৃষ্টি হলে ফাইনাল নিশ্চিত হবে কোন দলের?

প্রথমেই জানিয়ে রাখি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, প্রথম দুয়ে লিগ পর্ব শেষ করার কারণে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সুযোগ পাচ্ছে পাঞ্জাব। অন্যদিকে মুম্বইয়ের কাছেও আজকের ম্যাচ ডু অর ডাই। এমতাবস্থায় প্রশ্ন থেকে যায়, বৃষ্টি হলে আদতে সুবিধা হবে কাদের? সেক্ষেত্রে বলে রাখি, IPL 2025 লিগের প্লে অফে কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। ফলত, বৃষ্টির কারণে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ভেস্তে গেলে, ফলাফল নির্ধারিত হবে লিগ পর্বের পারফরমেন্স অনুযায়ী।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কাজেই, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বে পাঞ্জাব ও মুম্বইয়ের মধ্যে যে দল পারফরমেন্সের নিরিখে এগিয়ে রয়েছে, তাদের ফাইনালের টিকিট চূড়ান্ত হবে আজই। সেই সূত্রে বলি, লিগ পর্বে 14টি ম্যাচ খেলে 9 আসরে জিতে 19 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ছিল পাঞ্জাব কিংস, তাদের রান রেটও দুর্দান্ত। অন্যদিকে হার্দিকের মুম্বই 8 ম্যাচে জয় পেয়ে 16 পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে জায়গা পেয়েছিল।

অবশ্যই পড়ুন: ৩০ জুনের মধ্যে ছোট্ট এক কাজ সারলেই মিলবে অতিরিক্ত পেনশন

এহেন পরিস্থিতিতে নিয়ম বলছে, বৃষ্টির কারণে যদি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ভেস্তে যায় সেক্ষেত্রে, পারফরমেন্সের হিসেবে ফাইনালের টিকিট পেয়ে যাবে প্রীতির পাঞ্জাব । কারণ, তাদের পয়েন্ট সবচেয়ে বেশি এবং লিগ পর্বের অবস্থানের নিরিখেও মুম্বইয়ের তুলনায় অনেকটাই এগিয়ে আইয়ারের দল। যদিও, আবহাওয়ার পূর্বাভাসকে মাথায় রেখে ম্যাচ আয়োজনের সব রকম চেষ্টা করছেন উদ্যোক্তারা। এখন দেখার আজকের কোয়ালিফায়ার টুয়ের ভবিষ্যৎ কোন দিকে গড়ায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥