কিউইদের ম্যাচ নিয়ে চিন্তায় ভারত! সেমিতে কোন দলের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া?

Published on:

Which team will Team India face in the Champions Trophy 2024 semi-finals?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) প্রথম আসরে নিউজিল্যান্ডের কাছে ধাক্কা খাওয়া পাকিস্তান রবিবার রোহিত শর্মাদের কাছেও পরাস্ত হয়েছে। যার জেরে মিনি বিশ্বকাপের যাত্রা একপ্রকার শেষ হয়ে গিয়েছে মহম্মদ রিজওয়ানদের। তবে পাক খেলোয়াড়দের আশা শেষ হলেও গ্রুপ স্টেজের প্রথম দুই ম্যাচ জিতে গর্জে উঠেছে টিম ইন্ডিয়া। বর্তমানে লক্ষ্য সেমিফাইনাল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিন্তু তার আগে 2 মার্চ কেউইদের বিরুদ্ধে মাঠে নামতে হবে ভারতকে। আর সেই ম্যাচে জয় নিশ্চিত করতে পারলেই গ্রুপ শীর্ষে জায়গা ধরে রাখা যাবে। সেই সাথে সেমিফাইনালের মঞ্চেও উতরে যাবে মেন ইন ব্লু। আর প্রশ্নটা এখানেই! ওয়াকিবহাল মহলের জিজ্ঞাস্য, পাকিস্তানকে হারিয়ে এবার সেমিফাইনালে কোন দলের মুখোমুখি হবে ভারত?

সেমিফাইনালে কাদের বিরুদ্ধে নামবে রোহিত বাহিনী?

বেশ কিছু সূত্র মারফত খবর, প্রথমে বাংলাদেশ এবং তারপর পাকিস্তানকে নাস্তানাবুদ করে সেমিফাইনালের আসরে এক প্রকার ভারতের নামটা নিশ্চিত করে ফেলেছে রোহিত-বিরাটরা। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, সেমিফাইনালে উঠলেও কোন দলের বিপক্ষে খেলতে হবে টিম ইন্ডিয়াকে? এখনও পর্যন্ত যা খবর, সেমিফাইনালের আগে গ্রুপ স্টেজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর এই ম্যাচে মুখের হাসি ধরে রাখতে পারলে গ্রুপ শীর্ষে নাম থাকবে ভারতেরই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অঙ্ক বলছে, চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত গ্রুপ বি-র একটি দলের মুখোমুখি হবে। কিন্তু কোন দল? জানা যাচ্ছে, বর্তমানে দুর্দান্ত পারফরমেন্সের কারণে বি গ্রুপের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েও অস্ট্রেলিয়ার জায়গা হয়েছে বি গ্রুপের দ্বিতীয় স্থানে। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও আফগানিস্তান।

সূত্র বলছে, দুই গ্রুপের মগডালে থাকা দুটি দল সেমিফাইনালে জায়গা সুনিশ্চিত করবে। সেই সূত্র ধরেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে দল ভাল পারফর্ম করবে হিসেব অনুযায়ী সেই দলেরই গ্রুপ শীর্ষে থাকার কথা। আর সেই অঙ্ক নিয়েই এ গ্রুপের 1 নম্বর দলের সাথে বি গ্রুপের দ্বিতীয় দলের সেমিফাইনাল গড়াবে প্রথমে। দ্বিতীয় সেমি ফাইনালও হবে একই নিয়মে।

নিউজিল্যান্ডের কাছে হারলে চাপে পড়ে যাবে ভারত

বর্তমানে এ গ্রুপের যা অবস্থা, তাতে পাকিস্তানকে হারানোর পর নিউজিল্যান্ডকে টপকে গ্রুপ তালিকার শীর্ষে জায়গা হয়েছে টিম ইন্ডিয়ার। এহেন আবহে সম গ্রুপের দল অর্থাৎ নিউজিল্যান্ডের সাথেই গ্রুপ স্টেজের শেষ ম্যাচ খেলতে হবে ভারতকে। রিপোর্ট বলছে, ভারত এবং নিউজিল্যান্ড দুই দলের কাছেই এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ ভারতীয় রেলের মুকুটে নয়া পালক, আরও গতিতে ছুটবে ট্রেন! তৈরী ২৩,০০০ কিমি হাইস্পিড ট্র্যাক

বলা হচ্ছে, 2 মার্চের এই ম্যাচের ওপর নির্ভর করেই চূড়ান্ত হবে দুই দলের সেমিফাইনালের ভবিষ্যৎ। কাজেই ভারত যদি কোনও ভাবে কিউইদের কাছে হেরে যায় সেক্ষেত্রে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকাটা ভারতের জন্য এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group