বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী শনিবার মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR Vs RCB)। দুই দলই নিজেদের মতো করে শক্তি সঞ্চয় করেছে। এবারের IPL-এ এক চুলও জায়গা ছাড়বে না রজত পাতিদারের RCB। অন্যদিকে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন KKR চাইবে প্রথম ম্যাচেই বড়সড় নজির গড়তে।
চ্যাম্পিয়নস ট্রফির পর আত্মবিশ্বাসের সাথে কলকাতার বিরুদ্ধে আক্রমণ শানাবেন মহতারকা বিরাট কোহলি। এদিকে কোহলিকে ঠ্যাকাতে তৈরি বরুণ চক্রবর্তী, হর্ষিত রানারাও। এমতাবস্থায়, প্রশ্ন একটাই দুই শক্তিশালী দলের হেড টু হেড ম্যাচে কার পাল্লা সবচেয়ে ভারী? উত্তর দেবে পুরনো পরিসংখ্যান।
পুরোনো রেকর্ডে এগিয়ে KKR
22 মার্চ কোন দল শেষ হাসি হাসবে? উত্তরটা যথেষ্ট কঠিন হলেও পুরনো পরিসংখ্যানের ওপর ভিত্তি করে কিছুটা ধারণা পাওয়াই যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পুরনো পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাবে, এখনও পর্যন্ত মোট 38 বার মুখোমুখি হয়েছে KKR ও RCB। এই দীর্ঘ সময়ের মধ্যে 20টি ম্যাচেই সফল হয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে RCB-র ঝুলিতে গিয়েছে 14টি ম্যাচ। ফলত, পুরোনো পরিসংখ্যানের বিচারে জয়ের দৌঁড়ে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে কলকাতাই।
পুরনো কাসুন্দি ঘেঁটে জানা গেল, গোটা IPL ইতিহাসে কলকাতার বিপক্ষে বেঙ্গালুরুর সর্বোচ্চ স্কোর 221, যেখানে RCB-র বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ স্কোর 222। একইভাবে যদি সর্বনিম্ন স্কোর নিয়েও কাঁটাছেড়া করা হয় সেক্ষেত্রে বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতার সর্বনিম্ন স্কোর 84। যেখানে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সর্বনিম্ন স্কোর 49। ফলত, সার্বিক পরিসংখ্যান থেকে এ কথা স্পষ্ট যে, বিগত IPL ম্যাচগুলিতে RCB যতবার নাইটদের মুখোমুখি হয়েছে, বেশিরভাগ সময়েই মুখের হাসি চওড়া রেখেই মাঠ ছেড়েছে শাহরুখ খানের KKR।
KKR-এর পূর্ণ স্কোয়াড
অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, অঙ্গক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, এনরিখ নরকিয়া, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কান্ডে, রভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, স্পেন্সার জনসন, লুভনিথ সিসোদিয়া, অনুকূল রায়, মঈন আলি ও চেতন সাকারিয়া।
অবশ্যই পড়ুন: পরীক্ষা ছাড়া ইন্টারভিউর মাধ্যমেই SBI-তে প্রচুর শূন্যপদে নিয়োগ! মিলবে মোটা বেতনও
RCB-র পূর্ণ স্কোয়াড
বিরাট কোহলি, রজত পাতিদার (অধিনায়ক), যশ দয়াল, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, জিতেশ শর্মা, জশ হ্যাজেলউড, রাশিখ দার, সুয়াশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান তুষারা, মনোজ ভান্ডেজ, জ্যাকব বেথেল, দেবদত্ত পাডিক্কাল, স্বস্তিক চিকারা, লুঙ্গি এনগিডি, অভিনন্দন সিং এবং মোহিত রাঠি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |