চুপিসারে বিয়ে নীরজ চোপড়ার, স্ত্রীও ভারতের হয়ে জিতেছেন সোনার পদক, কে এই হিমানী মোর?

Published on:

who is neeraj chopra's wife himani mor all you need to know

পার্থ সারথি মান্না, কলকাতাঃ নীরজ চোপড়াকে মনে আছে নিশ্চই। হ্যাঁ ভারতের প্রথম অলিম্পিক্সে জ্যাভিলিনে স্বর্ণপদক বিজয়ীর কথাই বলছি। রবিবার সকলকে চমকে নিজের বিয়ের ঘোষণা করলেন নীরজ চোপড়া (Neeraj Chopra Wedding)। এদিন সোশ্যাল মিডিয়াতে বিয়ের মুহূর্তে ছবি শেয়ার করে নিজেই সুখবর দিয়েছেন নীরজ। বলার অপেক্ষা রাখে না মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল ও হাজার হাজার শুভেচ্ছার ঢল নেমেছে কমেন্ট বক্সে। কার সাথে সাত পাকে ঘুরলেন দেশের সোনার ছেলে নীরজ? আজকের প্রতিবেদনেই জেনে নিন পাত্রীর পরিচয়।

বিয়ের পিঁড়িতে অলিম্পিক্সে স্বর্ণপদকজয়ী জ্যাভিলিন থ্রোয়ার নীরজ চোপড়া | Neeraj Chopra Wedding

WhatsApp Community Join Now

গতকাল অর্থাৎ ১৯শে জানুয়ারি ২০২৫ আইবুড়ো নাম ঘুচিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন নীরজ চোপড়া। নেটপাড়ায় বিয়ের মন্ডপ থেকে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবারের সাথে জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু। সকলে আমাদের দুজনকে আশীর্বাদ করুন’। শেষে রয়েছে ‘নীরজ ও হিমানী’ নাম। এদিন হিমাচল প্রদেশে অল্প কিছু পরিবারের আত্মীয়স্বজনদের উপস্থিতিতেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে।

নীরজ চোপড়ার স্ত্রী হিমানী মোর | Who is Himani Mor?

হটাৎ করে বিয়ের খবর পাওয়ায় যেমন চমকে গিয়েছেন ভক্তরা, তেমনি ছবি প্রকাশ্যে আসতেই পাত্রীর পরিচয় জানার জন্য উৎসুক সকলেই। হিমানী মোরও একজন খেলোয়াড়। লারসৌলী গ্রাম, সোনীপথের মেয়ে হিমানী একজন টেনিস প্লেয়ার। তিনি বর্তমানে ইউনাইটেড স্টেটসের নিউ হাম্পশায়াএরর ফ্রাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস ম্যানেজমেন্টের মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশোনা করছেন। তবে এর আগে দিল্লির মিরান্ডা হাউসে থেকে নিজের ব্যাচেলার ডিগ্রির পড়াশোনা শেষ করেছেন তিনি।

আরও পড়ুনঃ মিলতে পারে ১৮ মাসের বকেয়া DA এরিয়ার, অষ্টম পে কমিশন নিয়ে আশাবাদী সরকারি কর্মীরা

আন্তর্জাতিক মঞ্চে জিতেছেন স্বর্ণপদক

২০১৬ সালে মালেশিয়াতে ওয়ার্ল্ড জুনিয়ার টেনিস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন হিমানী। ২০১৭ সালে তাইপেইতে হওয়া ‘World University Games’ এ দিল্লি বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশগ্রহণ করেছিলেন তিনি। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের মতে, হিমানীর সেরা ন্যাশনাল র‍্যাঙ্কিং ২০১৮ সালে এককভাবে ৪২ ও ডাবলসে ২৭। একসময় আমহার্স্ট কলেজে মহিলা টেনিস দলের কোচ হিসাবেও কাজ করেছেন তিনি। 

সঙ্গে থাকুন ➥
X