ধাওয়ানের সাথে বসে কে এই মহিলা? প্রকাশ্যে এল আসল পরিচয়

Published on:

Who is the woman sitting with Shikhar Dhawan? Social media is in a frenzy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলছিল। দুবাই স্টেডিয়ামের দর্শক আসনে বসেছিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এদিন জাতীয় দলের ম্যাচ চলাকালে ধাওয়ানের পাশে এক রহস্যময় নারীকে বসে থাকতে দেখা গিয়েছে। তিনিও ভারত বাংলাদেশ হাই ভোল্টেজ ম্যাচ দেখতে এসেছিলেন। কিন্তু গব্বরের পাশে কে এই মহিলা? এই প্রশ্ন নিয়েই এখন তোলপাড় গোটা নেট মাধ্যম। প্রশ্ন উঠছে খেলোয়াড়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও।

গব্বরের পাশে বসে থাকা মহিলার আসল পরিচয়

বৃহস্পতিবার শান্ত দলের বিরুদ্ধে মাঠে নেমেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। আর এই ম্যাচেই ওপার বাংলার ছেলেদের গলার টুটি চেপে ধরে ভারতীয় বোলাররা। আর সেই বিশেষ মুহূর্ত চাক্ষুষ করতেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। এদিন হট সিটে বসে রোহিতদের ম্যাচ উপভোগ করছিলেন তিনি। যা ক্যামেরায় ধরা পড়েছে ছবি আকারে।

তবে এদিন ফ্রেমে ধাওয়ান একা নন তাঁর পাশেই সাদা পোশাক পরিহিতা একজন মহিলাকেও লক্ষ্য করা গিয়েছে। আর এই ঘটনার পরই ধাওয়ানের পাশে বসে থাকা মহিলার পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন। ভক্তদের একটা বড় অংশ জানতে চাইছেন ধাওয়ানের সাথে একই ফ্রেমে বন্দি ওই মহিলা কি প্রাক্তন ক্রিকেটারের বিশেষ কেউ? এমতাবস্থায় সামনে এসেছে বিরাট তথ্য।

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখরের পাশে বসে থাকা ওই মহিলার নাম সোফি সাইন। জানা যায়, তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা। তবে ধাওয়ানের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। কিন্তু যা জানা গেছে তা হলো, ওই মহিলার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা যথেষ্ট, তাঁদের মধ্যে নাম রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ধাওয়ানের। এক কথায় সোফিকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন প্রাক্তন তারকা।

আগেও উঠেছে গুঞ্জন

অস্ট্রেলিয়া নিবাসী ভারতীয় বংশোদ্ভুত আয়েশা মুখার্জির সাথে বিয়ে হয়েছিল শিখরের। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। তবে বছরখানেক আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ 8 বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানেন প্রাক্তন খেলোয়াড় ও আয়েশা। সেই সময় শোনা গিয়েছিল, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কোনও এক বলিউড অভিনেত্রীর প্রেমে মজেছেন। তবে সেই খবর শুধুই গুঞ্জন হিসেবে আত্মপ্রকাশ করে।

আরও পড়ুন: আতঙ্কের নাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বেপরোয়া লরি-ডাম্পারের দাপটে বেড়েই চলেছে দুর্ঘটনা! কারণ খুঁজল India Hood

সূত্র বলছে, ধাওয়ানের সাথে একজন মহিলাকে জড়িয়ে এমন খবরে সিলমোহর পড়েনি এখনও। এবার সেই রেশ কাটতে না কাটতেই ফের এক বিদেশিনীর সাথে ধাওয়ানের ছবি নিয়ে শুরু হয়েছে চর্চা। অনেকেই মনে করছেন, প্রাক্তন ক্রিকেটার যেহেতু ওই বিদেশিনীকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন, তাই সম্ভবত তাঁর সাথে খেলোয়াড়ের যোগাযোগ রয়েছে।

সঙ্গে থাকুন ➥