বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই (KKR Vs MI) ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখেছেন তরুণ পেসার অশ্বিনী কুমার। এ মরসুমের তরুণ তুর্কিদের নানা রঙ্গ দেখেছে দর্শক। গতকাল সেই তালিকায় নাম জুড়ে নিলেন অশ্বিনীও। এদিন বল হাতে IPL-এর ময়দানে নেমেই নাইটদের সেনাপতি রাহানের উইকেট তুলে নেন তিনি। সেই সাথেই গোটা ম্যাচে 4 উইকেট নিয়ে বিরাট নজির গড়েছেন মুম্বইয়ের এই যুব।
IPL-এ স্বপ্নের অভিষেক
মুম্বইয়ের জার্সি গায়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে অভিষেক হল 23 বছর বয়সি তরুণ পেসার অশ্বিনীর। তবে গতকাল তাঁর অভিষেক ম্যাচ আর পাঁচটা ডেবিউ ম্যাচের মতো ছিল না। এদিন যেন স্বপ্নের সিঁড়িতে উঠে ভেলকি দেখিয়েছেন অশ্বিনী।
প্রথম শিকার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক রাহানেকে ঘায়েল করেন তিনি। এদিন অধিনায়ক রাহানে ছাড়াও, মনিশ পান্ডে, রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেলের উইকেট তুলে নেন এই পেসার। আর প্রথম ম্যাচেই বড় সাফল্যের পর মাঝ মাঠেই উচ্ছ্বাসে নিজেকে মেলে ধরেন মুম্বইয়ের এই তরুণ তুর্কি।
জেনে নিন অশ্বিনীর পরিচিয়..
সোমবার KKR বনাম MI ম্যাচের অন্যতম নায়ক তরুণ অশ্বিনী কুমারের জন্ম মোহালিতে। প্রথমবারের জন্য শের-ই-পাঞ্জাব টি টোয়েন্টি টুর্নামেন্টে দুরন্ত পারফরমেন্স দেখিয়ে শিরোনামে আসেন অশ্বিনী। এই তরুণ বোলার মূলত ডেট ওভারে বল করার জন্য পরিচিত। আর সেই কারণেই তড়িঘড়ি মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে 30 লাখ দিয়ে নিলাম থেকে তুলে নেয়।
অবশ্যই পড়ুন: ৪ কারণে চেনা পিচেও KKR-কে জেতাতে পারেননি রাহানে
বলে বাহুল্য, গত বছর পাঞ্জাব কিংস স্কোয়াডে দেখা মিলেছিল তাঁর। তবে সে মরসুমে কোনও ম্যাচেই খেলার সুযোগ করে উঠতে পারেননি তিনি। ভারতের এই তরুণ প্রতিভা 2022 সাল নাগাদ সৈয়দ মুস্তাক আলিট্রফিতে পাঞ্জাবের হয়ে অভিষেক ম্যাচ খেলেছিলেন। পাঞ্জাব দলের হয়ে মোট 4টি ম্যাচ খেলেন এই নবীন। বলা বাহুল্য, সেবার গোটা টুর্নামেন্টে 3 উইকেট ভাঙেন তিনি। সেই সাথেই দুটি ফাস্ট ক্লাস ও 4টি লিস্ট এ ম্যাচেও অংশগ্রহণ করেছিলেন অশ্বিনী। শেষবারের মতো IPL-এ অভিষেক ম্যাচেই ইতিহাস তৈরি গড়ে ফেললেন মুম্বইয়ের নতুন অস্ত্র।