IPL 2025-এ বড় চমক! উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ৩ মহারথী, কারা তাঁরা?

Published on:

Who will be present at the IPL 2025 opening ceremony? Check out the list

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষা কমে আসছে ভক্তদের। 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া IPL নিয়ে উত্তেজনা ক্রমশ চওড়া হচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। এমতাবস্থায়, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বড়সড় খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে, এবারের IPL ওপেনিং সেরেমনিতে থাকছে একগুচ্ছ চমক। সূত্রের খবর, এদিন ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকবেন বলিউডের দুই তাবড় তারকা সহ এক নামি গায়িকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

IPL নিয়ে বিতর্ক

প্রতি বছরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে নানান কারণে দানা বাদে বিতর্ক। অনেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচগুলিকে বিনোদনের মাধ্যম বলে দাগিয়ে দেন। নিন্দুকদের একটাই বক্তব্য, এখানে ক্রিকেট কম, বিনোদন বেশি হয়। যদিও প্রতিবছরই সেই সব সমালোচনায় কান না দিয়ে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ক্রিকেট লিগ IPL আয়োজন করেন উদ্যোক্তারা। এবারেও সেই নিয়মের অন্যথা হচ্ছে না।

IPL মরসুম শুরুর আগে দর্শকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে থাকে উদ্বোধনী অনুষ্ঠান। প্রতি বছরই দেশের তাবড় তাবড় সেলিব্রিটিদের মাঠে এনে ধুমধাম করে উদযাপন করা হয় ওপেনিং সেরিমনি। শোনা যাচ্ছে, এবার সেই পথ ধরেই দুজন নামকরা অভিনেতা অভিনেত্রী ও একজন স্বনামধন্য গায়িকাকে ইডেনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এবারের অতিথী কারা?

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওপেনিং সেরিমনিতে থাকছে বড় চমক। জানা যাচ্ছে, 2025 IPL উদ্বোধনী অনুষ্ঠান হবে ইডেন গার্ডেন্সে। আর সেখানেই উপস্থিত থাকবেন বলিউডের অতি পরিচিত মুখ তথা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও বলিউড স্টার রনবীর সিং।

এই বলিউড দম্পতি ছাড়াও আরও এক জনপ্রিয় গায়িকাকে এদিনের আসরে রাখতে পারে বিসিসিআই। যদিও এখনই গায়িকার নাম ঘোষণা করেনি ভারতীয় বোর্ড। বলে রাখি, মা হওয়ার পর এখনও পর্যন্ত সেভাবে কোনও অনুষ্ঠানে যোগ দেননি দীপিকা।

মনে করা হচ্ছে, মা হওয়ার পর প্রথমবার কোনও সেরিমনি শোতে উপস্থিত থাকবেন অভিনেত্রী। তবে বেশ কিছু রিপোর্টে এও দাবি করা হচ্ছে, এবারের IPL উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন অরিজিত সিংও। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য মেলেনি।

অবশ্যই পড়ুন: ভয় পাবে শত্রুরা! এবার স্ব-চালিত এয়ার ডিফেন্স মিসাইল পাচ্ছে ভারতীয় সেনা, বড় পরিকল্পনা DRDO-র

উপস্থিত থাকবেন IPL দলগুলির অধিনায়করা!

বেশ কয়েকটি সূত্র বলছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ যেহেতু গতবারের ডিভেন্ডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, সেই কারণে ইডেনেই আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সূত্র বলছে, বলিউড সেলিব্রিটিদের পাশাপাশি এই ওপেনিং সেরিমনিতে বা IPL শুরুর দিন উপস্থিত থাকতে পারেন এবারের দলগুলির অধিনায়করা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group