বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নদের লড়তে হয় বাঘের মতো। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমে মুখে ‘করব লড়ব জিতব রে’ বললেও আদতে খাটেনি সেই মন্ত্র। এবারের যাত্রায় একেবারেই নিজেদের সেরাটা দিয়ে লড়তে পারেনি নাইট শিবির। সে ক্রিকেটারই হোক কিংবা অধিনায়ক অথবা প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত! সব ক্ষেত্রেই একেবারে নড়বড়ে ছিল শাহরুখ খানের দল (Kolkata Knight Riders)! না, দল গঠনের দিক থেকে নড়বড়ে নয়, আসলে সঠিক পরিকল্পনা গড়তে ব্যর্থ হয়েছে গোটা দল। আর সে কারণেই শনিবার শনির প্রকোপে যাত্রা শেষ হয়েছে অজিঙ্কা রাহানেদের।
আর এই যাত্রাভঙ্গের পরই বিদায় ঘন্টা বেজে গিয়েছে নাইট শিবিরের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের। বিশেষজ্ঞরা বলছেন, খুব অস্বাভাবিক কিছু না ঘটলে আসন্ন সিজনে তাঁকে আর কলকাতার ডাগাউটে দেখা যাবে না। তাহলে পন্ডিতের আসন নিচ্ছেন কোন পন্ডিত? সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি একেবারে চূড়ান্ত হওয়ার পথে কলকাতা নাইট রাইডার্সের হেড স্যারের নাম।
যাত্রা শেষ হচ্ছে পন্ডিতের
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এ যাত্রায় কলকাতা নাইট রাইডার্সের অসফলতার নেপথ্যে অজিঙ্কা রাহানের থেকেও বেশি প্রশ্নবাণে বিদ্য হচ্ছেন প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত। সমর্থকদের একাংশ তাঁকে ছাঁটাইয়ের দাবি তুলেছেন! এমতাবস্থায় কি জল্পোনাই সত্যি হওয়ার পথে? জানা যাচ্ছে, এমনিতেই এবার তাঁর সাথে 3 বছরের চুক্তি শেষ হচ্ছে KKR-র। ফলত, তাঁকে নতুন করে আবার দলে নিয়োগ করা হবে কিনা সে কথা সময় বলবে! তবে সূত্র যা বলছে, তাতে চন্দ্রকান্ত পন্ডিতের আর কোনও জায়গা নেই নাইট শিবিরে।
কে হবেন নাইটদের নতুন হেড স্যার?
চন্দ্রকান্ত পণ্ডিত চলে গেলে নাইটদের হেড কোচের পদে বসবেন কে? প্রশ্নটা এখন অধিকাংশ নাইট ভক্তের। আর সেই সূত্র ধরেই জানা গেল, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে জাতীয় দল থেকে ছাঁটাই হওয়া প্রাক্তন কোচিং স্টাফ তথা টিম ইন্ডিয়ার একসময়ের সৈনিক অভিষেক নায়ারের কাঁধে যেতে পারে নাইটদের কোচিংয়ের দায়িত্ব। সূত্র বলছে, বর্তমানে তিনি নাইট শিবিরে কোচিং স্টাফের দায়িত্বে রয়েছেন। তবে পন্ডিত চলে গেলে তাঁকেই প্রধান কোচ করবে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। যদিও সেই জল্পনা নায়ারের কলকাতায় ফেরার পর থেকেই চাগাড় দিয়ে উঠেছিল।
গম্ভীরের অভাবে ভুগছে দল
গতবার ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের দেখানো পথে হেঁটে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে পরবর্তীতে গম্ভীরের পদে ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভোকে বসানো হলেও তিনি সেই পদের মান রাখতে পারেননি! এদিকে আবার প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সিদ্ধান্তে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে বিপদে পড়া হোক কিংবা অধিনায়ককে বোঝাতে ব্যর্থতা, সবদিক ক্ষেত্রেই একেবারে ঘোটালা অবস্থা হয়েছিল কলকাতার।
অবশ্যই পড়ুন: ভারতের এই রাজ্যের GDP-র কাছে হার মানবে গোটা পাকিস্তান! তালিকায় আরও এক নাম
ফলত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণের একেবারে শুরুর দিক থেকেই প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীরের অভাবে ভুগছিল দল। যে কথা বহু আগেই স্বীকার করে নিয়েছিলেন নাইট শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার রমণদীপ সিং। সব মিলিয়ে, এ যাত্রায় না হলেও আসন্ন মরসুমে পন্ডিতকে সরিয়ে অভিষেক নায়ারের দেখানো রাস্তায় চতুর্থ বারের চ্যাম্পিয়ন হতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। কেননা শত হলেও, তিনি গম্ভীর ঘনিষ্ঠ।