নেতৃত্ব ফিরে পেতে চেয়েছিলেন বিরাট! আশা পূরণ না হওয়ায় অবসর? প্রকাশ্যে আরও দুই চাঞ্চল্যকর তথ্য

Published:

Why did Virat Kohli suddenly decide to retire from Test cricket? Here are 3 big reasons
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 48 ঘণ্টার মধ্যেই জোড়া ধাক্কা ভারতীয় ক্রিকেটে! দেশে যুদ্ধের আবহে আচমকা অবসর ঘোষণা করেন জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আর এই অপ্রত্যাশিত ঘটনার 48 ঘণ্টার মধ্যেই ফের বিরাট বিস্ফোরণ হয় ভারতীয় ক্রিকেট মহলে! বোর্ডকে অবসরের সিদ্ধান্ত জানান ভারতীয় মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli)। যদিও বোর্ডের তরফে ভারতীয় ক্রিকেটারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন রোহিতের পরপরই অবসরের সিদ্ধান্ত নিলেন কিং কোহলি? ফাঁস হয়েছে বড় কারণ।

পরিকল্পনা করে অবসরের সিদ্ধান্ত রোহিত-বিরাটের?

গত বুধবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আন্তর্জাতিক টেস্ট থেকে অবসরের ঘোষণা করেন রোহিত শর্মা। আর এই ঘটনার 48 ঘন্টা পার হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন সতীর্থ কোহলিও। ঘন্টার ব্যবধানে দুই মহাতারকার অবসরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বলা হচ্ছে, তাহলে কি একেবারে পরিকল্পনা করেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রোহিত-বিরাট? উত্তর কিন্তু এখনও অধরা।

হঠাৎ কেন অবসরের সিদ্ধান্ত বিরাট কোহলির?

বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, সম্প্রতি সিলেকশন কমিটি এবং ম্যানেজমেন্ট ইংল্যান্ড সফর থেকে শুরু হওয়া নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য একটি প্রোগ্রাম আয়োজন করেছিল। যেখানে সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় থাকা সকলকেই এই তথ্য দেওয়া হয়। প্লেয়ারদের প্রয়োজনীয় পত্রে সই করে ডকুমেন্ট ফেরত পাঠাতে বলা হয়েছিল।

শোনা যায়, তাতে বেশকিছু পয়েন্ট ধার্য করা হয়, যা রোহিত ও বিরাটের জন্য একেবারেই সম্মানজনক ছিল না। সূত্র বলছে, ম্যানেজমেন্টের পাঠানো পত্রে নাকি সই করেননি বিরাট ও রোহিত দুজনেই। পরিবর্তে তাঁদের বলা হয়েছিল, সই না করলে ইংল্যান্ড সফরে যেতে পারবেন না তাঁরা। শোনা যাচ্ছে, এ কথা শুনেই নাকি 48 ঘণ্টার মধ্যে পরপর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত এবং বিরাট।

অবশ্যই পড়ুন: তৈরি হবে নতুন মোহনবাগান! ১৪ প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনী লড়াই শুরু করলেন সৃঞ্জয় বসু

অধিনায়কত্ব ফিরে পেতে চেয়েছিলেন কোহলি!

সূত্র বলছে, বিরাট কোহলির অবসরের সিদ্ধান্তের নেপথ্যে আরও একটি বড় কারণ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, বিরাট কোহলি নাকি জাতীয় দলের নেতৃত্ব ফিরে পেতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই আশা পূরণ না হওয়ায়, বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন কিং কোহলি। যদিও বোর্ডের অনুরোধে আপাতত বিরাটের অবসরের পরিকল্পনা ঝুলে রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join