১৭ মরসুমেই হার! প্রকাশ্যে RCB-র বড় দুর্বলতা, কাজে লাগাতে পারবে KKR?

Published on:

Why RCB has not won the IPL trophy in even one of the 17 seasons? Know The Reasons

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দলের শক্তি বাড়াতে এক ফোঁটাও কার্পণ্য করেনি RCB-র ফ্রাঞ্চাইজি। অজি তারকা শেন ওয়াটসন থেকে শুরু করে প্রোটিয়া নায়ক এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেল, ফ্যাফ ডুপ্লেসি কিংবা বিরাট কোহলি, বিগত 17 মরসুমে বিশ্বের তাবড় তাবড় তারকাকে দলে টেনে আখের গুছিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে লাভের লাভ কিছুই হয়নি।

IPL-এর দীর্ঘ যাত্রায় শত চেষ্টা করেও ট্রফি জিততে পারেনি কোহলিদের দল। এহেন আবহে KKR বনাম RCB-র হাই ভোল্টেজ ম্যাচের প্রাক্কালে জানা গেল বেঙ্গালুরুর ব্যর্থতার কারণ। দলের পুরোনো সৈনিকের গলাতেই বেড়িয়ে এলো রেড আর্মির দুর্বলতা। সুবিধা হলো নাইটদের?

শনিবারের ম্যাচের আগেই প্রকাশ্যে RCB-র দুর্বলতা?

সম্প্রতি 2014 IPL মরসুমের RCB ফ্রাঞ্চাইজির অংশ শাদাব জাকাতির গলায় উঠে এলো ভিন্ন সুর। বেঙ্গালুরুর প্রাক্তন সদস্য সাম্প্রতিক এক বিবৃতিতে RCB-র ভুল ধরিয়ে দিয়েছেন। শাদাব বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভাল ফল করতে হলে চেন্নাই সুপার কিংসের মতো দল গঠনে নজর দিতে হবে। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে জাকাতি জানিয়েছেন, IPL মূলত দলগত খেলা।

তাই দলের প্রত্যেককে একত্রিত করে কৌশল তৈরি করা উচিত। তবেই তো শিরোপা জেতা যাবে। আসলে দলের ভারসাম্যটা ধরে রাখা দরকার। চেন্নাই যেমন ভাল ঘরোয়া ক্রিকেটারদের পাশাপাশি বেশ কিছু বিদেশী ক্রিকেটারদের রেখেছে। কিন্তু RCB সেই কাজটা করেনা। এই দলে মূলত দু-তিনজন খেলোয়াড়ের ওপর মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়। আমি যখন ফ্রাঞ্চাইজিতে ছিলাম দেখেছি, কয়েকজন ক্রিকেটারের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

দলে বন্ধুত্বের অভাব রয়েছে

সাক্ষাৎকারে দলের ভুল ত্রুটি নিয়ে কথা বলতে বলতেই শাদাব বলেন, বেঙ্গালুরুর খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বের যথেষ্ট অভাব ছিল। আমি যখন দলে ছিলাম টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সাজঘরের পরিবেশটা একেবারেই বন্ধু সুলভ ছিল না। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন মত। দলে ভাল ভাল ক্রিকেটের ছিল ঠিকই, তবে তাদের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার অভাব ছিল অনেকটাই। রেড আর্মি প্রাক্তনীর মূল বক্তব্য, RCB কর্তারা মূলত দু একজন ক্রিকেটারের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন। এই দলে খেলোয়াড়রা একত্রিত হয়ে উঠতে পারেন না।

চেন্নাইয়ের সাথে তুলনা

সম্প্রতি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রসঙ্গে কথা বলতে বলতে আচমকা ফের পুরনো দল CSK প্রসঙ্গে মন্তব্য করেন শাদাব। এ প্রসঙ্গে বলে রাখি, RCB-র পাশাপশি চেন্নাই দলের ফ্রাঞ্চাইজিতেও দীর্ঘদিন ছিলেন শাদাব। দুই দলের মধ্যে তুলনা টেনে প্রাক্তনী বলেন, প্রতিটি লিগেই টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। চেন্নাইয়ের ম্যানেজমেন্ট ছিল অনবদ্য।

ক্রিকেটারদের ছোট ছোট বিষয়ের দিকেও ওরা খুব ভালভাবে নজর দিত। আসলে, এই ছোট বিষয়গুলি বড় পার্থক্য তৈরি করে দেয়। শাদাব বলেছেন, চেন্নাই ও বেঙ্গালুরূর মধ্যে মূলত পার্থক্য একটাই, চেন্নাই খেলোয়াড়দের ছোট ছোট বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে দেখে। RCB-তে সেই প্রবণতা নাকি অনেক কম।

অবশ্যই পড়ুন: LSG-র অধিনায়ক হতেই বাড়ল গুরুত্ব! পন্থকে বিরাট উপহার দিলেন যোগী আদিত্যনাথ

উল্লেখ্য, শনিবারের হাই ভোল্টেজ ম্যাচের আগে প্রাক্তনীর হাত ধরে প্রকাশ্যে আসা বেঙ্গালুরুর দুর্বলতা কি নাইটদের বাড়তি সুবিধা করে দেবে?
RCB-র ব্যর্থতার কারণ জেনে নতুন কৌশল ফাঁদবে KKR? নাকি পুরনো ভুল শুধরে প্রথম ম্যাচেই নাইটদের নাস্তানাবুদ করবে কোহলিরা? উত্তর দেবে সময়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥