কৌশিক দত্ত, কলকাতাঃ মেলবোর্নে শুরু হয়েহে ভারত, অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। চতুর্থ টেস্টে বড়সড় এক সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনি ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার শুভমন গিলকে (Shubman Gill) প্রথম একাদশে সুযোগ দেননি। তাঁর বদলে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। কেন বাদ গেলেন শুভমন গিল?
আজ থেকে ভার বছর আগে একই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন শুভমন গিল। সেবার টিম ইন্ডিয়ার উইকেটকিপার পৃথ্বী শ-র জায়গায় শুভমন গিলকে সুযোগ দেওয়া হয়। আর সেদিনই ভারতীয় দলে অভিষেকও হয় এই তরুণ ব্যাটারের। কিন্তু চার বছর পর সেই মাঠেই বাদ পড়লেন তিনি।
চার বছর আগে মেলবোর্ন টেস্টে সুযোগ পেয়ে প্রথম ইনিংসে ৪৫ করেছিলেন শুভমন গিল। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৫। এছাড়াও সেবার সিরিজ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। তারপরেও দেশের হয়ে একের পর এক বড় ইনিংস খেলেছেন গিল। তাহলে মেলবোর্ন টেস্ট থেকে তাঁকে বাদ ডেউয়া হল কেন? এর জন্য প্রকাশ্যে এসেছে দুটি কারণ।
কেন বাদ দেওয়া হল শুভমন গিলকে?
আসলে শুভমন গিল ভালো ব্যটার হলেও এশিয়ার বাইরে তাঁর পারফরমেন্স সন্তোষজনক নয়। বর্ডার-গাভাস্কার ট্রফিতে অ্যাডিলেড টেস্ট থেকে তিনি প্রথম একাদশে রয়েছেন। কিন্তু তেমন দাঁত ফোঁটাতে পারেননি। দ্বিতীয় টেস্টে ৩১ ও ২৮ রান করেছিলেন শুভমন। তৃতীয় টেস্টে এক ইনিংসই ব্যাট করেছিলেন তিনি। আর সেখানে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ১ রান। এই কারণেই হয়ত শুভমনকে আপাতত বিশ্রাম দেওয়ার কথা ভেবেছেন রোহিত শর্মা।
এই কারণে শুভমন গিলের বদলে ওয়াশিংটন সুন্দর
আরেকটি কারণ হল, মিডিল অর্ডার মজবুত করতে চান রোহিত শর্মা। অধিনায়ক নিজে নীচে নামলেও তেমন সুবিধা করতে পারেননি। ওদিকে ওয়াশিংটন সুন্দর বর্তমানে ভালো ফর্মে রয়েছেন। তিনি মিডিল অর্ডার মোটামুটি সামলে নিতে পারবেন বলে আশা রোহিতের। পাশাপাশি সুন্দর বল হাতেও কেরামতি করতে সিদ্ধহস্ত। তাই এই ম্যাচে শুভমনের জায়গায় তাঁকে সুযোগ দেওয়া হয়েছে।