বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ((ICC Champions Trophy) আয়োজক ছিল পাকিস্তান। তবে আশ্চর্যের বিষয়, রবিবার দুবাইয়ে ভারতের জয়ের রাতে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন না কোনও পাক ক্রিকেট কর্তা! হ্যাঁ, মরুদেশে মিনি বিশ্বকাপের মেগা ফাইনালে কিউই বধের পর টিম ইন্ডিয়ার সেলিব্রেশন থেকে শুরু করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষ্য করা যায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাউকেই!
আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কের নতুন দিগন্ত খুঁজে পেয়েছেন সমালোচকরা। যদিও দুবাইয়ে ফাইনালের মঞ্চে পাক কর্তাদের অনুপস্থিতির ঘটনাকে সামনে রেখে ইতিমধ্যেই বিরক্তি প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তী পেসার শোয়েব আক্তার। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুবাইয়ে পিসিবি কর্তাদের অনুপস্থিতির কারণ জানিয়ে দিল আইসিসি।
কেন ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন না কোনও পাক কর্তা?
রবিবার ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর মেন ইন ব্লুদের সেলিব্রেশনে চোখ ছিল গোটা বিশ্বের। তবে এদিন জয়ী ভারতীয় দল ও রানার্স আপ নিউজিল্যান্ডের পুরস্কার বিতরণী মঞ্চে দেখা গিয়েছিল আইসিসির চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি ও নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক রজার টোসকে। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করে আয়োজক দেশ হয়েও কেন মেগা ফাইনালের সমাপনী মঞ্চে উপস্থিত থাকলেন না পিসিবি কর্তারা? এমতাবস্থায়, আয়োজকদের অনুপস্থিতির কারণ জানিয়েছে বেশ কিছু সংবাদ মাধ্যম।
সম্প্রতি হাতে আসা একটি রিপোর্ট বলছে, মেগা ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে আসার জন্য অনুরোধ করা হয়েছিল পিসিবি প্রধান মহসিন নকভিকে। তবে তিনি নাকি কিছু ব্যক্তিগত কারণে জন্য দুবাইয়ে পৌঁছতে পারেননি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। পিসিবি জানিয়েছে, আয়োজক হিসেবে তাদের যথেষ্ট মর্যাদা দেওয়া হয়নি। এহেন আবহে বড়সড় খবর জানিয়েছে আইসিসি।
অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ‘নীরব নায়ক’ কে? নাম জানিয়ে দিলেন রোহিত শর্মা
সম্প্রতি জিও টিভিতে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, আইসিসির তরফে আয়োজক দেশের প্রধান, সহ-সভাপতি থেকে শুরু করে অন্যান্য ঊর্ধ্বতন কর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল দুবাইয়ের ফাইনালে যোগ দেওয়ার জন্য। তবে ফাইনালের দিন পিসিবি প্রধান নকভিসহ পাক বোর্ডের কোনও কর্তাই কার্যত দুবাইয়ে আসতে রাজি হননি!