বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার শেষ হয়েছে অপেক্ষা। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারত। রোহিত-বিরাট যুগাবসানের পর লাল বলের ফরম্যাটে 37তম অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমন গিল। অন্যদিকে জল্পনাকে সত্যি করে গিলের ডেপুটি অর্থাৎ সহ অধিনায়ক হিসেবে দলে নেওয়া হয়েছে ঋষভ পন্থকে।
তাছাড়াও জায়গা পেয়েছেন সাই সুদর্শন, বাংলার ছেলে অভিমন্যু ঈশ্বরণ সহ অনেকেই। তবে সবচেয়ে দুঃখের বিষয়, ভারতের বেশ কয়েকজন পরিচিত মুখেদের তালিকায় জায়গা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও মহম্মদ শামির প্রসঙ্গ সবার প্রথমে আসে।
8 বছর পর জায়গা পেয়েছেন করুণ নায়ার
ভারতীয় দল থেকে তাঁর নামটা একপ্রকার মুছে যেতে বসেছিল, ঠিক সেই আবহে হঠাৎ পুরনো সঙ্গী করুণ নায়ারকে দলে টেনে নিল ভারত। শেষবারের মতো 2017 সালে অর্থাৎ দীর্ঘ 8 বছর আগে ধরমশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন নায়ার। এরপর আর তাঁকে ভারতের জার্সি গায়ে বড় মঞ্চে দেখা যায়নি। তবে সেই অপেক্ষা ঘুঁচেছে গতকাল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে জায়গা হয়েছে করুণ নায়ারের।
কেন বাদ শামি?
শনিবারের ঘোষিত ভারতীয় স্কোয়াডে, নাম নেই তারকা পেসার মহম্মদ শামির। যদিও সেই সম্ভাবনা বহু আগেই উসকে গিয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা আগেই জানিয়ে দিয়েছিলেন, শামিকে ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারেই প্রাথমিক পছন্দ হিসেবে ভাবা হচ্ছে না। জানা যায়, মূলত ফিটনেসজনিত সমস্যায় ভুগছেন শামি।
বোর্ডের ওই কর্তা দাবি করেন, ওর রান আপের সমস্যা হচ্ছে, বল উইকেট পর্যন্ত পৌঁঁছচ্ছেনা। মনে করা হচ্ছে, সাম্প্রতিক দুর্বল ফর্ম ও ফিটনেসজনিত সমস্যার কারণে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে জায়গা দেয়নি বোর্ড।
অবশ্যই পড়ুন: ধার শোধ করতে গিয়েই ফিরল ভাগ্য! ৬ টাকার লটারিতেই কোটিপতি ফাস্ট ফুড বিক্রেতা গোপাল
কেন বাদ পড়লেন শ্রেয়স আইয়ার?
গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে 18 সদস্যের ভারতীয় স্কোয়াডে ভক্তরা বারংবার যে নামটা খুঁজেছিল তা হল শ্রেয়স আইয়ার। তবে শত খুঁজেও মেলেনি আইয়ারের দেখা! হ্যাঁ, ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ওপর ভরসা রাখেনি BCCI। কিন্তু কেন? খেলোয়াড়ের সাম্প্রতিক ফর্ম দেখে মনে হচ্ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে দলে টেনে নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড, তবে তেমনটা হল না। আর এরপরই প্রশ্ন উঠছে, কেন বাদ দেওয়া হল আইয়ারকে?
এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, আইয়ার ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করেছেন, ঘরোয়া ক্রিকেটেও তিনি ভাল। কিন্তু এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে তাঁর জন্য কোনও জায়গা নেই! নির্বাচক বলেন, ওয়ানডে সিরিজের বিগত ম্যাচগুলিতে দরুণ খেলেছেন তিনি। সব ঠিকই আছে, তবে টেস্ট সিরিজের জন্য আইয়ার ফিট নন। তাই তাঁকে স্কোয়াডে রাখা হয়নি।