বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামনের মাসেই শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2025 আসর। ইতিমধ্যেই নির্ধারিত সময় মাথায় রেখে পূর্ণাঙ্গসূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘোষিত সুচি অনুযায়ী, 22 মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়েই IPL 2025 মরসুমের ফিতে কাটা হবে। এরপর বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে 25 মে পর্যন্ত চলবে প্রিমিয়ার লিগের যুদ্ধ। তবে এসবের মাঝেই বিরাট তথ্য সামনে এসেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড ও IPL কর্তাদের যৌথ উদ্যোগে প্রকাশিত পূর্ণাঙ্গসূচি অনুযায়ী 31 মার্চ ও 7 এপ্রিল যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও RCB-র সাথে ম্যাচ রয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের। জানলে অবাক হবেন গোটা মরসুমে মাত্র একবারই এই দুই দলের মুখোমুখি হবে MI। আর এই খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, কেন IPL 2025 মরসুমে মাত্র একবার KKR ও RCB-র বিরুদ্ধে ম্যাচ রাখা হয়েছে মুম্বইয়ের? উত্তর খুঁজলো India Hood।
কেন মাত্র একবারই KKR ও RCB-র বিরুদ্ধে মাঠে নামব MI?
বেশ কিছু সূত্র মারফত খবর, 2022 সাল থেকে 10 দলের IPL শুরু হওয়ার পর রাউন্ড রবিন লিগ ফরম্যাটের পরিবর্তে 74 ম্যাচের IPL ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই ঘোষণার পর থেকেই প্রতিটি মরসুমে নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল 5টি দলের সঙ্গে দুটি করে এবং 4টি দলের সঙ্গে 1টি করে ম্যাচ খেলার সুযোগ পায়। সেক্ষেত্রে 2টি ম্যাচ অনুষ্ঠিত হয় ঘরের মাঠে এবং বাকি 2টি হয় অ্যাওয়ে ম্যাচ। এবার বলি, কেন আসন্ন মরসুমে কলকাতা ও বেঙ্গালুরুর সাথে মাত্র একবার ম্যাচ খেলবে হার্দিকের মুম্বই।
এই উত্তর খুঁজতে হলে প্রথমেই চোখ রাখতে হবে IPL-এর গ্রুপ পর্বের দিকে। রিপোর্ট বলছে, BCCI 10টি দলকে মূলত 2টি গ্রুপে ভাগ করেছে। সেই সূত্র ধরেই 2025 IPL মরসুমে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গ্রুপ এ-তে এবং মুম্বই গ্রুপ বি পর্বে রয়েছে। বোর্ডের নিয়ম বলছে, নতুন ফরম্যাট মেনে প্রতিটি দল 5টি দলের সঙ্গে দুটি করে এবং 4টি দলের সঙ্গে যেহেতু একটি করে ম্যাচ খেলবে, তাই সেখানে প্রতিটি দল তাদের গ্রুপের সকল দলের সঙ্গে এবং অপর গ্রুপের একটি দলের সঙ্গে দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে।
অবশ্যই পড়ুন: ‘বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট প্রস্তাব পেয়েও ছেড়ে দিয়েছি’, নীরবতা ভাঙলেন KKR তারকা
নিজের গ্রুপ বাদ দিয়ে অন্য গ্রুপের বাকি 4টি দলের সঙ্গে মাত্র 1টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। আর সেই কারণেই MI যেহেতু কলকাতা ও বেঙ্গালুরুর বিপরীত বি গ্রুপে তাই মুম্বইয়ের সাথে মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ হবে এই দুই দলের। তবে সবচেয়ে মজার বিষয় হলো, এবার চেন্নাই সুপার কিংস রয়েছে গ্রুপে এ তে। অর্থাৎ কোহলিদের বেঙ্গালুরু এবং রিঙ্কুদের কলকাতার নাইট রাইডার্সের গ্রুপে। ফলত, সেজন্যই চেন্নাই একমাত্র দল যাদের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলার সুযোগ হবে হার্দিক পান্ডিয়াদের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |