নারী বিশ্বকাপ ফাইনালের ২৪ ঘন্টা আগেই ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিল উইকিপিডিয়া! বাড়ছে চর্চা

Published:

Wikipedia page show India is winner before India Vs South Africa Women World Cup final
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষার আর কিছু ঘন্টা। আগামীকাল ওয়ানডে মহিলা বিশ্বকাপের ফাইনালে (India Vs South Africa Women World Cup) মুখোমুখি হবে দুই শক্তিশালী দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই দুই দলই এখনও পর্যন্ত একবারও একদিনের নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়নি। ফলে, 2 নভেম্বরের ম্যাচ হতে চলেছে জমজমাট। আর সেই শুভ মুহূর্তের 24 ঘন্টা আগে ভারতীয় নারী দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিল উইকিপিডিয়া! শনিবার দুপুর থেকেই সেই মুহূর্তের ছবি স্ক্রিনশট আকারে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

কখন গড়াবে ফাইনাল?

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ 2 নভেম্বর দুপুর 3টে থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা ওয়ানডে বিশ্বকাপের মহাফাইনাল। যার জন্য এখন থেকেই অপেক্ষা করে বসে রয়েছেন সমর্থকরা। বলে রাখি, আগামীকালের এই মহাযুদ্ধ গড়াবে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল ক্রিকেট স্টেডিয়ামে। বলে দিই, ইংল্যান্ডকে সেমিফাইনালে 125 রানে হারিয়ে মহামঞ্চ দখল করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে সেমির মঞ্চে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানো যায় না সেই ভুল ভেঙে 7 পয়েন্ট নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত।

ম্যাচের আগেই 100 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত!

মহিলা বিশ্বকাপের ফাইনালের আগেই এক আজব ঘটনার সাক্ষী থাকলো নেট দুনিয়া। শনিবার দুপুর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বেশ কয়েকটি স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে, উইকিপিডিয়ার এক পৃষ্ঠায় 1988 সাল থেকে মহিলা ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের তালিকা দেওয়া রয়েছে। সেখানেই, 2025 মহিলা ওয়ানডে বিশ্বকাপের বক্সে দেখানো হয়েছে, দক্ষিণ আফ্রিকাকে 100 রানে হারিয়ে বিশ্বকাপ পকেটে পুরে নিয়েছে ভারত। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই শোরগোল পড়েছে। তবে প্রশ্ন উঠছে এই ছবির সত্যতা নিয়ে।

Wikipedia page show India is winner before India Vs South Africa Women World Cup final

অবশ্যই পড়ুন: ৩৪০০ অযোগ্যর তালিকা প্রকাশ করবে SSC, কবে?

বলা বাহুল্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল 50 ওভার করে দুই দলের 100 ওভারের ম্যাচ শেষ হওয়ার পরই জয়ী দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তারপরই সেই রেকর্ড উঠবে উইকিপিডিয়ার পাতায়। সংশ্লিষ্ট মহলের দাবি, ম্যাচের আগে মূলত উইকিপিডিয়ার একটি পৃষ্ঠার স্ক্রিনশট নিয়ে সেটিকে এডিট করে সেখানে ভারতকে চ্যাম্পিয়ন দেখানো হয়েছে। ভারতীয় ক্রিকেট ভক্তদের আবেগকে কাজে লাগিয়ে ভুয়ো খবর ছড়াতেই এমন কাজ করেছে কিছু অসাধু। যা একেবারে বাঞ্ছনীয় নয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join