ভয় পাচ্ছেন অস্কার ব্রুঁজো! সুপার সিক্সে জায়গা না হলে পদ হারাবেন ইস্টবেঙ্গলের কোচ?

Published on:

óscar bruzón

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্কার ব্রুঁজোর (Óscar Bruzón) হাত ধরে ঘুরে দাঁড়ানো ইস্টবেঙ্গল গত সোমবার মুম্বইয়ের কাছে পরাস্ত হয়ে সুপার সিক্সে ওঠার স্বপ্ন হারাতে বসেছিল। শনিবারের হাই ভোল্টেজ ডার্বি সেই অসম্ভবে নতুন পেরেক পুঁতে দিয়েছে। বর্তমানে মশাল বাহিনীর যা অবস্থা তাতে পয়েন্ট তালিকায় দ্বিগুণ সংখা জুগিয়ে সুপার সিক্সের দৌঁড়ে টিকে থাকাটা যথেষ্ট কঠিন হবে ব্রুঁজো ছেলেদের পক্ষে। আর সেই কারণেই প্রশ্ন উঠতে শুরু করেছে লাল হলুদদের ভবিষ্যৎ নিয়ে। প্রশ্ন উঠছে কোচ অস্কারের মেয়াদ প্রসঙ্গেও।

বাগানের কাছে হারের পর মেজাজ বিগড়েছে ব্রুঁজোর!

WhatsApp Community Join Now

সোমবার মুম্বই সিটি এফসির কাছে নাস্তানাবুত হয়ে পরাজয় যন্ত্রণাকে সঙ্গী করেই ডার্বির ময়দানে পা রেখেছিল লাল হলুদের ছেলেরা। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে বিশ্বাস ছিল জয় হবে মশাল বাহিনীর। তবে সেই আশায় জল ঢেলে 1-0 ব্যবধানে ডার্বি পকেটে পুরে নেয় গঙ্গা পাড়ের ক্লাব। আর এরপর থেকেই হতাশার সাগরে ডুব দিয়েছেন লাল হলুদ কোচ অস্কার। শনিবার রাতে চির প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ ব্রুঁজো।

আর সেখানেই তাকে উদ্দেশ্য করে ছুঁড়ে দেওয়া হয় একাধিক জটিল প্রশ্ন। অস্কারকে লক্ষ্য বানিয়ে প্রশ্ন ওঠে, এখনও ইস্টবেঙ্গলের সুপার সিক্সে ওঠার কোনও সুযোগ রয়েছে কিনা? তবে এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান লাল হলুদ কোচ। বলেন, দয়া করে পরবর্তী প্রশ্ন করুন। এ কথা বলেই ব্রুঁজো জানান, আমি এই প্রসঙ্গে এখন কোনও মন্তব্য করব না। এটা নিয়ে কিছু বললে তার অন্য মানে বের করা হবে। অস্কারের সোজা সাপটা মন্তব্য এদিন সাংবাদিকদের আশাহত করেছিল।

সুপার সিক্সে উঠতে পারবে ইস্টবেঙ্গল?

মোহনবাগানের কাছে ডার্বি হেরে সুপার সিক্সে ওঠাটা ইস্টবেঙ্গলের পক্ষে এখন প্রায় অসম্ভব। লাল হলুদ কোচ নিজেও বুঝে উঠতে পারছেন না চলতি মরসুমে দলের ভবিষ্যৎ ঠিক কী। পয়েন্ট অঙ্কে চোখ রাখলে বোঝা যাবে, বর্তমানে ইস্টবেঙ্গল 15 ম্যাচ দিয়ে 14 পয়েন্টে আটকে রয়েছে। লিগ টেবলে তাদের জায়গা 11 নম্বরে। সুপার সিক্সে টিকে থাকতে গেলে তলানিতে ঠেকে যাওয়া 14 পয়েন্টের সাথে আরও 14 পয়েন্ট যোগ করতে হবে। তবেই 28 পয়েন্ট নিয়ে সুপার সিক্সের জায়গা ধরে রাখার স্বপ্ন দেখতে পারবে লাল হলুদ। তবে অসাধ্য সাধন করে পয়েন্টটা যদি 30 করা যায় সেক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে অস্কারের দল। তাই হাতে থাকা আসন্ন 9 ম্যাচেই জেতার চেষ্টা করতে হবে মশাল বাহিনীকে।

অবশ্যই পড়ুন: বুমরাহর চাপ কমাতে পন্থকে নিয়ে ভাবনা BCCI-র

ভয় পাচ্ছেন অস্কার! কেন সুপার সিক্সের প্রসঙ্গ এড়িয়ে গেলেন লালা হলুদ কোচ?

সুপার সিক্সে থাকতে গেলে আসন্ন ম্যাচ গুলিতে জয় সুনিশ্চিত করার পাশাপাশি অন্যান্য দলের ফলাফলের দিকেও নজর রাখতে হবে ইস্টবেঙ্গলকে। কেননা শুধু ম্যাচ জিতেই সুপার সিক্সে ওঠা হবে না লাল হলুদের। তার জন্য দরকার অন্যান্য দলগুলির ধারাবাহিক পরাজয়। আর এই কাজ যে যথেষ্ট কঠিন তা আগেভাগেই বুঝে গিয়েছিলেন কোচ ব্রুঁজো। হয়তো সেই কারণেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে সুপার সিক্সের প্রসঙ্গ থেকে কৌশলে নিজেকে সরিয়ে নেন তিনি।

আগামী মরসুমে অস্কারেই ভরসা রাখবে ইস্টবেঙ্গল?

বেশ কিছু সূত্র মারফত খবর, চলতি আইএসএলে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ যেমনই হোক না কেন খুব একটা বড়সড় ক্ষতির মুখে না পড়লে আগামী ইন্ডিয়ান সুপার লিগ মরসুমেও ব্রুঁজোই লাল হলুদ কোচের দায়িত্ব সামলাবেন। কারণ, কার্লেস কুয়াদ্রাতের সময়কালে চলতি মরসুমে একটি ম্যাচেও সাফল্য পায়নি ইস্টবেঙ্গল। তবে তিনি দায়িত্ব ছাড়তেই মাঝপথে শক্ত হাতে ইস্টবেঙ্গলকে আঁকড়ে ধরেন অস্কার। স্প্যানিশ কোচের সান্নিধ্য পেতেই ছন্দে ফেরেন আনোয়ার আলিরা। বিপদ থেকে সরে ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। বলা ভাল, অস্কারের হাত ধরে পুরনো মেজাজ ফিরে পেয়েছে ইস্টবেঙ্গল। আর সেই কারণেই দলের ছোট ছোট অসফলতা মেনে নিতে পারছেন না মশালবাহিনীর পথপ্রদর্শক।

সঙ্গে থাকুন ➥
X