বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানে আসছেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো! এমন জল্পনা দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে, মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) সাথে বারংবার উঠে এসেছে এই ব্রাজিলিয়ান ফুটবলারের নাম। খেলোয়াড়দের শিবির বদলের আবহে পুরনো ফুটবলারদের ধরে রেখে নতুন বিদেশিদের সই করাতে চাইছে সবুজ মেরুন।
এমতাবস্থায়, ব্রাজিলের এই তুখড়কে নিয়ে শুরু হয়েছে জোড় আলোচনা। কেউ বলছেন, শীঘ্রই এই ফুটবলারকে সই করিয়ে নেবে সবুজ মেরুন! আবার কিছু সূত্র বলছে, রবসনকে দলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই ময়দান প্রদানের। আসল সত্যি কি? জানব।
রবসনকে নিয়ে মোহনবাগানের পরিকল্পনা কী?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই ফিফার সাথে জটিলতা কাটবে বাগানের। উঠে যাবে ফুটবলার সই করানোর নিষেধাজ্ঞাও। তবে তার মাঝেই, সবুজ মেরুন জনতার চিন্তা বাড়িয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার রবসনের সবুজ মেরুন শিবিরে আসার জল্পনা। আদৌ কি মোহনবাগানে আসছেন তিনি? আপাতত যা খবর, এই মুহূর্তে মোহনবাগানে আসার কোনও সম্ভবনা নেই রবসনের।
জানা যাচ্ছে, সম্প্রতি বাগানের তরফে নাকি এই ব্রাজিলিয়ানকে সই করানোর চেষ্টা করা হয়েছিল, তবে সেই আলোচনা নাকি বেশি দূর গড়ায়নি। এ প্রসঙ্গে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই মুহূর্তে রবসনের সাথে হয়তো চুক্তিতে যাবে না সবুজ মেরুন।
সব মিলিয়ে বলাই যায়, চারিদিকে রবসনকে নিয়ে যে খবর ছড়াচ্ছে তা একপ্রকার ভুয়ো! তবে আগামী দিনে এই ব্রাজিলিয়ানের ঠিকানা মোহনবাগান হয় কিনা তা জানা যাবে সময় ও বাগান প্রতিবেশীর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই।
অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হবে রোহিত-বিরাটহীন টিম ইন্ডিয়ার একাদশ! জানালেন পূজারা
দেশীয় মিডফিল্ডার খুঁজছে মোহনবাগান
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টের রাডারে রয়েছেন জাতীয় শিবিরে খেলা দুই ফুটবলার। যার মধ্যে রাইট ব্যাক মেহতাবের সিংয়ের সাথে ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে সবুজ মেরুন কর্তাদের। সূত্র মারফত যা খবর, বাগানের তরফে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছেন মেহতাব।
সব ঠিক থাকলে, আসন্ন সিজনে সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামতে পারেন তিনি। তবে আরেকজনের নাম এখনও প্রকাশ্যে আসেনি। যদিও সূত্রের খবর, জাতীয় শিবিরে খেলা এক ভয়ঙ্কর মিডফিল্ডারকে সই করাতে চাইছে কলকাতা ময়দানের এই প্রধান।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |