বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চমক ধরিয়েছেন মাত্র 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক ম্যাচেই দর্শকদের ঝলক দেখিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি গুজরাতের বিপক্ষে মাত্র 38 বলে 101 রান গড়ে IPL ইতিহাসে অনন্য রেকর্ড বেঁধে ফেলেছেন বিহারের এই ভূমিপুত্র।
সূর্যবংশীর এমন কীর্তির পরই অনেকেই তাঁকে জাতীয় দলে দেখতে চাইছেন। কেউ কেউ তো আবার বলছেন, 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপেই টিম ইন্ডিয়ার হয়ে খেলবেন বৈভব সূর্যবংশী! তবে এই দিবাস্বপ্ন কি আদৌ সত্যি হবে? কী বলছে ICC-র নয়া নিয়ম? রইল সবটা।
ভারতীয় দলে কি আদৌ খেলতে পারবেন বৈভব সূর্যবংশী?
গুজরাতের বিপক্ষে ঝোড়ো ইনিংসের পর বিহারের কিশোর প্রতিভা বৈভবকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন দেশবাসী। অনেকেই আশা করছেন, রাজস্থানের হয়ে যে ক্রিকেট বৈভব দেখালেন, তাতে ইতিমধ্যেই জাতীয় দলের নির্বাচকদের নজরে পড়ে গিয়েছেন তিনি। কাজেই আসন্ন ICC ইভেন্ট গুলিতে টিম ইন্ডিয়া জার্সি গায়ে বৈভবকে খেলতে দেখার দিবাস্বপ্ন দেখছেন বহু ক্রিকেটপ্রেমী। কিন্তু তা কি আদৌ সম্ভব?
বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রধান ফ্যাক্টর হয়ে উঠতে পারে বৈভবের বয়স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রেকর্ড বুক অনুযায়ী, বৈভবের জন্ম 2011 সালের 27 মার্চ। সেই হিসেবে অনুযায়ী, বর্তমানে বৈভবের বয়স 14 বছর 37 দিন। কাজেই এত অল্প বয়সে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কোনও প্লেয়ার নিয়োগ হয়েছিল কিনা তা মনে নেই অনেকেরই।
কী বলছে ICC-র নিয়ম?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে বৈভব সূর্যবংশী যে ক্রিকেট দেখিয়েছেন তা নজর কেড়েছে অনেকেরই। বৈভবের দুরন্ত পারফরমেন্সের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বহু তাবড় তাবড় ক্রিকেটার। তবে, ক্রিকেট দক্ষতা থাকলেই কি টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়া যায়? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম বলছে, একজন ভারতীয় ক্রিকেটারকে জাতীয় দলে সুযোগ পেতে হলে কমপক্ষে 15 বছর বয়স দেখাতেই হবে। 2020 সালে ICC যে নয়া নিয়ম তৈরি করেছিল, তাতেই ন্যূনতম 15 বছরের উল্লেখ রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী, বর্তমানে সেই বয়সের আওতায় নেই বৈভব সূর্যবংশী। কাজেই আগামী বছর অর্থাৎ 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে জাতীয় শিবিরে দেখার জন্য যে উন্মাদনা তৈরি হয়েছিল আপাতত তার সবটাই মাটি হচ্ছে বলা যায়। কারণ, 15 বছরের কম বয়সী হওয়ার কারণে কোনও প্রকারেই টিম ইন্ডিয়ায় খেলার সুযোগ পাবেন না বিহারের এই প্রতিভা।
অবশ্যই পড়ুন: পুরস্কারের ছড়াছড়ি মোহনবাগানে, ঠাঁই হল না ইস্টবেঙ্গলের! কাকে বর্ষসেরা বাছল AIFF?
বৈভবের জন্য নিয়ম ভাঙবে ICC?
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিয়মে, খেলোয়াড়দের জন্য ন্যূনতম 15 বছরের বাধ্যবাধকতা থাকলেও আগে বেশ কয়েকবার কম বয়সীদের জাতীয় দলের সুযোগ দেওয়ার নজির রেখেছিল ICC। জানলে অবাক হবেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়মে এমন বিধান রয়েছে, যার জেরে 14 বছর বয়স নিয়ে জাতীয় দলে অভিষেক করতে পারবেন বৈভব। অর্থাৎ ICC যদি মনে করে খেলোয়াড়ের খেলার অভিজ্ঞতা, মানসিকতা ও স্বাস্থ্য গত দিকগুলি যথাযথ এবং ওই নির্দিষ্ট খেলোয়াড় দলের জন্য উপযুক্ত, সে ক্ষেত্রে বেশ কয়েকবার নিয়মের ক্ষেত্রে নরম হতে দেখা গিয়েছে ICC-কে। এখন প্রশ্ন, বৈভবের ক্ষেত্রেও কি সেই পথে হাঁটবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা? উত্তর মিলবে সময় এলেই।