বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি সেপ্টেম্বরেই মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ (Womens World Cup 2025)। আর তার আগেই বড় ঘোষণা করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। জানা যাচ্ছে, এবার পুরুষদের থেকেও বেশি পুরস্কার মূল্য থাকবে মহিলাদের বিশ্বকাপে। এর অর্থ, শেষবারের মতো 2023 ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নারী বাহিনী যে অর্থ পুরস্কার বাবদ পেয়েছিল এবছর আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জয়ী দল সেই তুলনায় অনেকটাই বেশি অর্থ পাবে। যে খবর ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন ICC-র চেয়ারম্যান জয় শাহ।
ICC-র সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিলেন ক্রিকেটপ্রেমীরা
মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ক্ষেত্রে পুরস্কার মূল্য নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে বড় সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। ইতিমধ্যেই ICC-র তরফে মহিলাদের বিশ্বকাপে অতিরিক্ত পুরস্কার মূল্যের ঘোষনা বা সাম্যের বার্তাকে ঐতিহাসিক হিসেবে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকদের একটা বড় অংশ। অনেকেই বলছেন, পুরুষদের পাশাপাশি মহিলা ক্রিকেটারদেরও সমান মর্যাদার চোখে দেখা উচিত সকলের। এক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত একেবারে যথাযথ।
জয় শাহের বড় বার্তা
মহিলা বিশ্বকাপের ক্ষেত্রে পুরস্কার মূল্য সংক্রান্ত নতুন ঘোষণা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ স্পষ্ট জানিয়ে দেন, আমাদের বার্তা খুবই সহজ। মহিলা ক্রিকেটাররা যাতে বুঝতে পারেন, তাঁদেরকে পুরুষদের সমান চোখে দেখা হয়, সেজন্যই এমন সিদ্ধান্ত।
এদিন জয় আরও বলেন, 2023 সালে ভারতে আয়োজিত পুরুষদের বিশ্বকাপের থেকে আসন্ন মহিলা বিশ্বকাপে অনেকটাই বেশি অর্থ পাবে জয়ী দল। এবছর মোট পুরস্কার মূল্য 3.88 মিলিয়ন অর্থাৎ 34 কোটি টাকারও বেশি। গত 2023 বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল 4 মিলিয়ন ডলার। তবে এবার মহিলাদের বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হবে তারা অন্তত 8 কোটি টাকা বেশি পাবে। শুধু তাই নয়, এদিন শাহ আরও বলে দেন, অংশগ্রহণকারী প্রতিটি দলই নূন্যতম আড়াই লাখ মার্কিন ডলার অর্থাৎ 2 কোটি টাকা পাবে।
View this post on Instagram
অবশ্যই পড়ুন: ক্ষুদিরাম স্টেশনে জোরকদমে চলছে ক্রস ওভারের কাজ, কবে ভোগান্তি কমবে মেট্রো যাত্রীদের?
উল্লেখ্য, আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ, চলবে আসন্ন 2 নভেম্বর পর্যন্ত। বলা বাহুল্য, দীর্ঘ 12 বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই হাই ভোল্টেজ টুর্নামেন্ট। ICC-র সূচি অনুযায়ী, ভারত এবং শ্রীলঙ্কা যেহেতু এবারের আয়োজক দেশ তাই মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে দেশের 5টি স্টেডিয়ামে। এছাড়াও শ্রীলঙ্কার কলম্বোতেও ভারত বনাম পাকিস্তান সহ বেশ কিছু ম্যাচ আয়োজিত হতে চলেছে। বলে রাখা ভাল, মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল 29 অক্টোবর, দ্বিতীয়টি 30 অক্টোবর এবং ফাইনাল 2 নভেম্বর বেঙ্গালুরুতে হওয়ার কথা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |