বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিপাবলির দিন শ্রীলঙ্কার কাছে কার্যত জেতা ম্যাচ হেরে প্রথম দল হিসেবে মহিলা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে 7 রানে জিতে পয়েন্ট তালিকায় (Women’s World Cup 2025 Points Table) লাফ দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে পরাস্ত করার পর এই মুহূর্তে মহিলা বিশ্বকাপের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে লঙ্কান বাহিনী। তবে তালিকায় বদল এলেও হুমকি এড়াতে পারেনি ভারতীয় দল। হরমনপ্রীতদের কাছে এখনও সেমি ফাইনালে ওঠার সুযোগ থাকলেও তা যথেষ্ট কঠিন, সেটা বলাই যায়।
শ্রীলঙ্কার জয়ের পর পয়েন্ট তালিকার অবস্থা
বাংলাদেশকে হারিয়ে সোমবারের ম্যাচ জিতে নেওয়ার পাশাপাশি পয়েন্ট তালিকায় এক ধাপ এগিয়ে এসেছে লঙ্কান বাহিনী। বলে রাখি, এই মুহূর্তে মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। 5 ম্যাচের 4টিতে জিতে তাদের পয়েন্ট 9। অন্যদিকে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের মহিলা দল। তাদের বর্তমান পয়েন্টও 9। এছাড়াও 8 পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এই তিন দলই বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে ফেলেছে।
অন্যদিকে, 5 ম্যাচের দুটিতে জয় এবং তিনটিতে পরাজয় নিয়ে এই মুহূর্তে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত। বলাই বাহুল্য, সেমিফাইনালে জায়গা করতে হলে মরণবাচন লড়াইয়ে শামিল হতে হবে টিম ইন্ডিয়াকে। এক কথায়, আগামী দুই ম্যাচ অর্থাৎ নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই জিততে হবে ভারতকে। এর মধ্যে একটিতে হারলেই স্বপ্নভঙ্গ হবে হরমনপ্রীতদের।
অবশ্যই পড়ুন: ৭ বলে ৫ উইকেট খুইয়েই শেষ! মহিলা বিশ্বকাপে জেতা ম্যাচ হেরে বিদায় নিল বাংলাদেশ
এছাড়াও তালিকার সপ্তম স্থানে রয়েছে বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নেওয়া বাংলাদেশ। 6 ম্যাচের 5টিতেই হেরে তাদের পয়েন্ট এখন মাত্র 2। আগামী রবিবার ভারতের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচ খেলেই বিশ্বকাপকে আলভিদা বলবে ওপারের দল। একই সাথে বাংলাদেশের ঠিক পরেই অর্থাৎ তালিকার আট নম্বরে রয়েছে পাকিস্তান। 5 ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। পাক দলেরও বর্তমান পয়েন্ট মাত্র 2।