ভারত জিততেই বদলে গেল WTC-র হিসেব! সুবিধা হয়ে গেল দক্ষিণ আফ্রিকার

Published on:

wtc points table

শ্বেতা মিত্রঃ বাংলাদেশকে হেলায় হারাল ভারত (IND vs BAN)। দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটোতেই জয়। যার সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে (WTC Points Table) আরও কিছুটা সুবিধা করে নিল টিম ইন্ডিয়া। ফাইনালের দিকে কার্যত এক পা বাড়িয়ে রাখলেন রোহিত শর্মারা।

বাংলাদেশ আরও তলানিতে

WhatsApp Community Join Now

কানপুর টেস্ট ম্যাচের আগে টিম ইন্ডিয়া ৭১.৬৭ শতাংশ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। পরপর দুই ম্যাচে জয় পাওয়ার ফলে এখন টিম ইন্ডিয়ার জয়ের শতাংশ বেড়ে হয়েছে ৭৪.২৪। এই ম্যাচের আগে ৩৯.২৯ শতাংশ জয় নিয়ে পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ এখন নেমে গিয়েছে সপ্তম স্থানে। অস্ট্রেলিয়া ৬২. ৫০ শতাংশ জয়ের সঙ্গে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার জয়ের শতকরা হার ৫৫.৫৬। চতুর্থ স্থানে ইংল্যান্ডের জয়ের শতকরা হার ৪২.১৯।

সুবিধা হয়েছে দক্ষিণ আফ্রিকার

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ পর্বের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে ষষ্ঠ স্থানে ছিল। দক্ষিণ আফ্রিকার জয়ের হার ৩৮.৮৯। ছয় নম্বরে রয়েছে ডব্লিউটিসির প্রথম মরশুমের বিজয়ী দল নিউজিল্যান্ড। ৩৭. ৫০ শতাংশ ম্যাচ জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। সপ্তম স্থানে বাংলাদেশ, জয়ের শতকরা হার কমে এখন ৩৪.৩৮ শতাংশ। অষ্টম স্থানে পাকিস্তান, জয়ের হার ১৯.০৫ শতাংশ। ওয়েস্ট ইন্ডিজ চলতি ডব্লিউটিসিতে পর্বতে ১৮.৫২ শতাংশ ম্যাচ জিতেছে।

ব্যাট-বলে বাজিমাত ভারতের

বাংলাদেশের বিরুদ্ধে শেষ হওয়া দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ছিল মোটে ৯৫ রান। প্রথম ইনিংসে ৭২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন যশশ্বী জয়সওয়াল। বিরাট কোহলির সঙ্গে গড়েন ৫৮ রানের পার্টনারশিপ। বাংলাদেশের হাতের মুঠো থেকে একরবারেই বেড়িয়ে যায় ম্যাচ। দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা নিলেন তিনটে করে উইকেট। দুই অংকের ঘরে রান তোলার আগে আউট হলেন বাংলাদেশের আটজন ব্যাটার। ১৪৬ রানে পড়লে ১০ উইকেট। ভারত সহজেই পৌঁছে যায় জয়ের লক্ষ্যে।

সঙ্গে থাকুন ➥