কলকাতাঃ ইংল্যান্ডের বিধ্বংসী উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিল সল্টকে যে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ছেড়ে দিচ্ছে, তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ মাত্র ৬ জন প্লেয়ারকেই ধরে রাখতে পারবে IPL ফ্রাঞ্চাইজিগুলো। সব দলই প্রায় ফাইনাল করে নিয়েছে যে কাকে ধরে রাখা হবে আর কাকে ছাড়া হবে। ৩১ অক্টোবরের মধ্যে BCCI-কে সেই রিপোর্ট জমা দিতে হবে। তবে KKR-কে নিয়ে এও শোনা যাচ্ছে যে, ব্রিটিশ তারকা প্লেয়ার ফিল সল্টকে ছেড়ে তাঁরা ইংল্যান্ডের এক বিধ্বংসী অলরাউন্ডারকে দলে নিতে পারে।
Inside Sports-র একটি রিপোর্ট অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স এবার ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারের উপর নজর রাখছে। KKR এবার যাকে আইপিএল নিলামে কেনার জন্য ঝাঁপাচ্ছে, সে একার হাতেই ম্যাচ বদলে দিতে পারেন বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
বেন স্টোকসকে কিনতে পারে KKR
KKR ইংল্যান্ডের তারকা প্লেয়ার বেন স্টোকসকে কেনার জন্য ঝাঁপাতে পারে বলে খবর। বেন স্টোকস বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হিসেবে গণ্য হন। শোনা যাচ্ছে এবার তিনি IPL নিলামে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। যেহেতু ২৫ কোটির মিচেল স্টার্ককে ছেড়ে দিতে চলেছে KKR। তাই তাঁদের পক্ষে বেন স্টোকসকে কেনা আরও সহজ হতে পারে।
ফের ফিল সল্টের জন্য ঝাঁপাবে কলকাতা?
তবে সবথেকে চমক থাকবে এখানে। কারণ কলকাতা যেই ফিল সল্টকে ছাড়ছে, তাঁকে মেগা নিলামে ফের কিনতে পারে। আসলে সল্টকে রিটেনশন তালিকায় না রেখে তাঁকে পুনরায় কিনতে চাইবে KKR। শাহরুখের দল চাইবে গতবারের মতো এবারও ফিল সল্ট ওপেনিং করুন আর তার বিধ্বংসী ফর্ম বজায় থাকুক।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |