বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বছরের শুরুটা বুকে চিন চিনে ব্যথা নিয়ে করতে হয়েছে ভারতীয়দের। শেষবারের মতো নিউজিল্যান্ডের কাছে বড় ধাক্কা খাওয়ার পর 2025-এর প্রথমার্ধেই বর্ডার গাভাস্কার সিরিজ খুইয়েছে ভারত। তবে এখানেই থেমে থাকেনি জাতীয় দলের দুর্ভাগ্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জায়গা করে উঠতে না পারায় সিডনি টেস্টে পরাজয়ের পরই ভেঙে চুরমার হয়ে গিয়েছে WTC ফাইনালে ওঠার স্বপ্নও। হতাশার সাগরে ডুব দিয়েছেন রোহিত-বিরাট-বুমরাহরা।
কিন্তু কথায় আছে যা শেষ, তাই শুরু। এবার এই প্রচলিত প্রবাদকে বুকে বেঁধেই তৈরি হতে হবে ভারতের ছেলেদের। আর তাই হয়তো সীমিত ওভারের ক্রিকেট আবহে ঢুকে পড়বে টিম ইন্ডিয়া। কেননা, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ড সিরিজ। যদিও ঘরের মাঠে ইংল্যান্ড বাহিনীকে নাকানি চোবানি খাওয়ানোর আগে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করতে হবে ভারতকে। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী আর খুব একটা বেশি সময় পাবে না টিম ইন্ডিয়া।
বড় রদলবল ঘটবে ভারতীয় স্কোয়াডে
বেশ কিছু সূত্র মারফত খবর, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy) টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ভারতকে দল ঘোষণার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে আইসিসি। জানা যাচ্ছে, চলতি মাসের 12 জানুয়ারির মধ্যে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করতেই হবে। কাজেই সেই নির্দিষ্ট সময়কে সামনে রেখেই দলের অন্দরে রদ বদলের কাজ সেরে ফেলবে নির্বাচন কমিটি। বলা বাহুল্য, অজিভূমিতে বারংবার ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় মহাতারকার অসফলতার পরিধি এতটাই বেড়েছে যে তাঁর নামের আগে হিটম্যান শব্দ ব্যবহার করতে পিছিয়ে যাচ্ছেন সমর্থকরা।
এহেন আবহে বহুবার প্রশ্ন উঠেছে শর্মার অবসর নিয়েও। তবে বেশ কিছু নামি সংবাদমাধ্যম সূত্রে খবর, আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিতের ব্যর্থতা ভুলে তাঁকে দলে টানবে ভারতীয় নির্বাচন কমিটি। সেই সাথে পার্থ টেস্টের নায়ক বুমরাহর অসামান্য পারফরমেন্সকে এগিয়ে রেখে তাঁকেও যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় দলে নেওয়া হবে এ কথা প্রায় নিশ্চিত। যদিও অজানা চোটের কারণে সিডনি টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন বুমরাহ। তবে ভারতীয় পেসারের চোটের ধরণ কী এবং তা কতটা গুরুতর সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা সম্ভব হয়নি। বিশেষজ্ঞ মহলের দাবি, চোট স্বল্প হোক কিংবা গভীর, চ্যাম্পিয়নস ট্রফির আগে বেশ কিছুটা সময় থাকায় পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন জসপ্রীত।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেবেন কে?
অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে মুখ থুবড়ে পড়েছে রোহিতের পারফরমেন্স, তারপরও বেশ কয়েকটি সুযোগ তার সেই ব্যর্থতার পরিধি কমাতে পারেনি। কাজেই প্রতিবারের অসফলতা শর্মার কেরিয়ারে কালো দাগ টেনে দিয়েছে। এহেন আবহে একজন ব্যর্থ ক্রিকেটারকে ফের ভারতীয় দলের অধিনায়কত্ব দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয়ের জাল ছিল যথেষ্ট বিস্তৃত। তবে সেই সংশয়ের জায়গা অনেকটাই কমিয়েছে রোহিতের ওয়ানডে ফরম্যাটের পারফরমেন্স। ভারতীয় মহা তারকার ওয়ানডে ম্যাচ পরিসংখ্যান বলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকেই ফের নেতৃত্ব দিতে পারে ভারত।
স্কোয়াডে থাকছেন কোহলি, ফিরতে পারেন মহম্মদ শামিও!
রোহিত শর্মার পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজে ভয়াবহ দিন কাটিয়েছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি। অজিদের বিরুদ্ধে ভারতীয় তারকার ব্যর্থতা তাঁর সুদীর্ঘ কেরিয়ারকে কাঠগড়ায় তুলেছে। তবে ফর্ম খারাপ থাকলেও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে মাঠে নামবেন তিনি। কিন্তু সবচেয়ে স্বস্তিদায়ক বিষয় হলো, বিজয় হাজারের পর চোট যন্ত্রণা কাটিয়ে দলে ফিরতে পারেন মহম্মদ শামি। হ্যাঁ, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর বোলিং দাপটের সামনে দাঁড়ানোর দুর্ভাগ্য হতে পারে শত্রুপক্ষের ব্যাটারদের।
কেননা, বাংলার হয়ে বিজয় হাজারের প্রথম কয়েকটি ম্যাচে দেখা গিয়েছিল শামিকে। হাঁটুর চোট পুরোপুরি না কাটায় অস্ট্রেলিয়া দলকে সঙ্গ দিতে পারেননি তিনি। তবে মুস্তাক আলি ট্রফিতে খেলেছেন শামি। বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল, অস্ট্রেলিয়ায় দলকে সঙ্গ দিতে না পারলেও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। এবার সেই সূত্র ধরেই শামির সান্নিধ্য পেতে চলেছেন ভারতীয় দলের সতীর্থরা।
চ্যাম্পিয়নস ট্রফিতে দলে ফিরতে পারেন প্রাক্তন KKR অধিনায়ক
জল্পনা বাড়ছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলে প্রাক্তন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের উপস্থিতি নিয়ে। বর্তমানে প্রায় সমস্ত ঘরোয়া ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। চলতি বছর রঞ্জি ট্রফি থেকে শুরু করে দিলীপ ট্রফি, ইরানি কাপ, মুস্তাক আলি ট্রফি সহ বিজয় হাজারের মতো ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিলেন আইয়ার। প্রতিটি টুর্নামেন্টেই ভাল রান রয়েছে প্রাক্তন নাইট তারকার। তাই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁকে দলে নেওয়ার সুযোগ একেবারেই হাতছাড়া করবে না ভারত।
বাদ পড়বেন সঞ্জু ও যশস্বী!
আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভারতের জার্সি গায়ে শুভমন গিল ও কে এল রাহুলরা যে মাঠে নামবেন এ কথা অপেক্ষার অবকাশ রাখেনা। তবে অস্বস্তির খবর, অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত ছন্দে থাকা সত্ত্বেও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারেন যশস্বী জয়সওয়াল। বাদের খাতায় নাম উঠতে পারে ভারতের আরেক ক্রিকেটার তথা ধুরন্ধর উইকেট কিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনেরও। তবে ঠিক কী কারণে তাঁদের দল থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে সে বিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব (ফিট থাকলে)/রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং।