কৌশিক দত্ত, কলকাতাঃ ব্রিসবেনে আয়োজিত তৃতীয় টেস্টের তৃতীয় দিনে চালকের আসনে আয়োজক অস্ট্রেলিয়া। ব্যাটিং থেকে বোলিং, দুই বিভাগেই মুখ পুড়িয়েছে ভারতীয় দল। পারথে প্রথম টেস্ট জয় পাওয়া টিম ইন্ডিয়া আর অ্যাডিলেড ও গাব্বায় খেলা টিম ইন্ডিয়ার মধ্যে যেন মিলই পাওয়া যাচ্ছে না। বলে দিই, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করে ৪৪৫ রান করেছে। ওদিকে তৃতীয় দিনের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতীয় দল ৪৮ রান করতেই ৪ উইকেট খুইয়েছে।
অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc) প্রথম থেকেই ভারতীয় ব্যাটারদের চাপে রেখেছেন। প্রথম ওভারের দ্বিতীয় বলেই তিনি যশস্বী জয়সওয়ালকে আউট করেন। এখনও অবধি মিচেল স্টার্ক ৭.১ ওভার বল করে ২৪ রানে ২ উইকেট নিয়েছেন। এছাড়াও প্যাট কামিন্স ও জোশ হ্যাজেলউড একটি করে উইকেট পেয়েছেন।
তবে এই ম্যাচে টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালকে যোগ্য জবাবও দিয়েছেন মিচেল স্টার্ক। আসলে পারথ টেস্টে যশস্বী মিচেলকে স্লেজ করে বলেন যে, তাঁর বল নাকি অনেক ধীরে ধীরে আসছে। যদিও অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক সেই সময় উত্তর দেননি। কিন্তু এরপর দু’দুবার যশস্বীকে আউট করে তিনি এর জবাব দিয়েছেন।
পাঁচ ইনিংসে তিনবার যশস্বীকে আউট করেন মিচেল স্টার্ক
অ্যাডিলিডে দ্বিতীয় টেস্টে মিচেল স্টার্কের একটি বল খেলেই শূন্য রানে আউট হন যশস্বী। এদিকে গাব্বায় ২ বলে ৪ রান করে আউট হয়েছেন যশস্বী। এছাড়াও পারথের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আট বলে শূন্য রানে আউট হন যশস্বী। সেবারও তাঁকে মিচেল স্টার্কই প্যাভিলিয়নে ফিরিয়েছিল।
তিন টেস্টের পাঁচ ইনিংসের মধ্যে এখনও পর্যন্ত তিনবার মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। দু’বার শূন্য রানে। একবার মাত্র ৪ রানই করতে পেরেছেন তিনি। এর থেকেই বোঝা যায় যে, মিচেল স্টার্কের মতো বোলারকে স্লেজ করা হিতে বিপরীত হয়েছে যশস্বীর কাছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |