যশস্বীকে আউট করতে সিরাজের মতো তুকতাক স্টার্কের, পাল্টা জবাব দিলেন ভারতীয় ওপেনার

Published on:

yashasvi jaiswal mitchell starc

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেলবোর্নে, অস্ট্রেলিয়ার চতুর্থ দিনের বড় লক্ষ্য পঞ্চম দিনে এসে অর্জন করার চেষ্টায় ভারতীয় দল। তবে সোমবারের শুরুটা যশস্বীর ব্যাটে হলেও ব্যর্থতার পরিধি কমেনি রোহিত-বিরাট-রাহুলদের। বক্সিং ডে টেস্টের অন্তিম লগ্নে পৌঁছেও ভক্তদের মুখের হাসি চওড়া করতে পারেননি কেউই। তাই অগত্যা সম্মান রক্ষার লড়াইয়ে অজিদের ঠেকিয়ে রেখেছেন বাকিরা। পরিস্থিতি যখন এমন, ঠিক সেই মোক্ষম সময়ে ভারতকে তোপের মুখে ফেলতে মহম্মদ সিরাজের ট্রিক নকল করেছিলেন অজি তারকা মিচেল স্টার্ক (Mitchell Starc)। যেই বিরল দৃশ্যর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মহম্মদ সিরাজের পথে হাঁটলেন মিচেল স্টার্ক!

ভারতীয় দল তখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 উইকেট হারিয়ে ধুঁকছে, কামিন্সদের ঘরের মাঠে তখন তলানিতে ঠেকেছে মাঠ ছাড়া রোহিত-বিরাটদের আত্মবিশ্বাস। আর ঠিক সেই সময়ে 3 উইকেট হারানো দলের কাঁধ শক্ত করতে হাল ধরেছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। এমন সময়ে অজি পেসার মিচেল স্টার্ককে উইকেট বেল পরিবর্তন করতে দেখা গেল। যা ভক্তদের আরও একবার সিরাজের সমগোত্রীয় আচরণের দৃশ্য স্মরণ করিয়ে দিয়েছে।

হ্যাঁ, এর আগে একবার ভারতীয় তারকাকেও উইকেট বেল চেঞ্জ করতে দেখা যায়। যদিও সিরাজের পথে হেঁটে লাভ হয়নি স্টার্কের। অস্ট্রেলিয়ান পেসারের এহেন আচরণ একেবারেই আমলে নেননি ওপেনার জয়সওয়াল। এদিন স্টার্কের চেঞ্জ করা বেল পুনরায় আগের অবস্থায় সাজিয়ে রাখেন ভারতের তরুণ প্রতিভা। যেই দৃশ্য সমাজ মাধ্যমে আসতেই হই হই পড়ে গিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অস্ট্রেলিয়াকে হারিয়ে পথের কাঁটা সরাতে পারবে ভারত?

মেলবোর্নের মাঠে চতুর্থ দিনের দাপট অস্ট্রেলিয়াকে 300 রানের গণ্ডি পেরিয়ে লিড নিতে কয়েক ধাপ এগিয়ে দিয়েছিল। এদিন ভারতের ছেলেদের বেশ কিছু অগ্রহণযোগ্য ভুল কামিন্স বাহিনীকে 3 অক্ষরের বড় লিড পেতে সাহায্য করে। ফলত পঞ্চম দিনে মাঠে নেমে সম্মান রক্ষার লড়াইটা রোহিতদের জন্য যে যথেষ্ট চাপের হতে চলেছে, সে কথা বোঝা গিয়েছিল রবিবারই। যদিও বক্সিং ডে টেস্টের শেষ দিনের শুরুটা শক্ত হতেই ধরেছে ওপেনার জয়সওয়াল। কিন্তু সেই পথে তরুণ তারকাকে সঙ্গ দিতে পারছেন না কেউই।

অজিদের দুরন্ত বলের কাছে উইকেট হারানোর যন্ত্রণা প্রতিমুহূর্তে খুবলে খাচ্ছে অধিনায়ক রোহিত শর্মাকে। তবে অনুশোচনা বোধ তারকার সরল মনকে ধাক্কা দিলেও ব্যর্থতার বৃত্ত কমাতে এক ফোঁটাও ছন্দ মেলেনি শর্মার। ব্যর্থতার সেই চেনা পথে হেঁটেছেন ভারতীয় তারকা কিং কোহলি থেকে শুরু করে কে এল রাহুলও। কাজেই দলের শক্ত কাঁধেদের হারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকিদের লড়াইটা ভারতকে সাফল্যের সিঁড়িতে তুলতে পারে কিনা তা জানা যাবে সময়ের সাথে সাথে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group