সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন যশস্বী, ৪৭ বছরে প্রথম কোনও ভারতীয় ব্যাটার করলেন এমন

Published on:

yashasvi jaiswal century

কলকাতাঃ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার পার্থে খেলা হচ্ছে। যেখানে ভারতীয় দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ১৫০ রানে আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে মাত্র ১০৪ রানেই আটকে দেন জসপ্রীত বুমরাহরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ছে ভারতীয় দল। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ১০০ রান পার করেছেন। আর তিনি এই সেঞ্চুরির মাধ্যমে ৪৭ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি করলেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ছয় মেরে সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের

যশস্বী জয়সওয়াল ২০৫ বলে নিজের শতরান পূরণ করেন। এমনকি একেবারে বীরেন্দ্র সহওয়াগের স্টাইলে ছয় মেরে তিনি এই শতরান পূরণ করেছেন। বলে দিই, অস্ট্রেলিয়ায় মাটিতে এই প্রথমবার টেস্ট খেলছেন ভারতের তরুণ ব্যাটার। শুধু তিনিই নন, টিম ইন্ডিয়ার অনেকেই এই প্রথম অস্ট্রেলিয়ার সফরে গিয়েছেন। আর প্রথম টেস্টেই শতরান করে নজির গড়েছেন যশস্বী।

অস্ট্রেলিয়ায় মাত্র ২ ভারতীয় ব্যাটারই করলেন এমন

বলে দিই, গতকাল পর্যন্ত ভারতীয় দলের মাত্র দুজন ব্যাটসম্যানই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে সেঞ্চুরি করতে পেরেছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে তাও আবার অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে শতরান করা একটা চ্যালেঞ্জিং বিষয়। কিন্তু যশস্বী সেই চ্যালেঞ্জকে সহজেই পার করেছেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে তাঁর দাপটে মুখ বন্ধ হয়েছে অজি পেসারদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে প্রথম শতরান করেছিলেন ভারতীয় ব্যাটার এম. এল. জয়সীমা। তিনি ১৯৬৮ সালে ব্রিসবেনে এই কীর্তি করেছিলেন। এছাড়া যশস্বী জয়সওয়ালের আগে ১৯৭৭ সালে সুনীল গাভাস্কার ব্রিসবেন টেস্টে শতরান করেছিলেন। সেটি অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর প্রথম টেস্ট ম্যাচ ছিল। আর ৪৭ বছর পর সেই অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে শতরান পূর্ণ করলেন যশস্বী। এছাড়াও ২০১৪ সালে টিম ইন্ডিয়ার ব্যাটার মুরলী বিজয়ও অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে শতরান করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তিনি ৯৯ রানে আউট হয়ে যান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group