বিক্রম ব্যানার্জী, কলকাত: আসন্ন 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া IPL-এর কথা মাথায় রেখে গত বুধবার থেকে প্র্যাকটিস সেশন (KKR Practice Match) শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। শনিবারও সেই পর্বেরই একটি প্র্যাকটিস ম্যাচ ছিল তাদের। এই ম্যাচে মূলত নাইট শিবির দুটি ভাগে ভাগ হয়েছিল। টিম পার্পলদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন টিম গোল্ডরা। আর এই প্র্যাকটিস ম্যাচেই নাইট বোলারদের দাপুটে ব্যাটিং দেখান কর্ণাটকের তরুণ ক্রিকেটার লুভনিথ সিসোদিয়া। ভেঙ্কটেশ আইয়ারের টিম গোল্ডের হয়ে প্রতিপক্ষ বোলারদের কার্যত ছাতু করেন তিনি।
নজরকাড়া ক্রিকেট খেললেন লুভনিথ
কলকাতা নাইট রাইডার্সের গোল্ড টিমের হয়ে এদিন প্র্যাকটিস ম্যাচে কার্যত 22 গজ জুড়ে ঝড়ো ব্যাটিং করেছিলেন অনামী লুভনিথ। আচমকা ব্যাট করতে নেমে পার্পল বোলারদের পিটিয়ে 46 রানের দুর্দান্ত ইনিংস খেলেন লুভনিথ।
ভেঙ্কটেশ আইয়ারের অর্ধশতরান ও লুভনিথের ইনিংসের কাঁধে চেপে মাত্র 10 ওভারের মধ্যেই 2 উইকেট হারিয়ে 121 রানে পৌঁছে যায় টিম গোল্ড। তবে সবচেয়ে মজার বিষয়, পাওয়ার প্লে শেষে টিম গোল্ড রান তুলেছিল 1 উইকেটে 73। তবে শেষমেশ পার্পল বোলার অনুকূল রায়ের কাছে উইকেট দিয়ে মাঠ ছাড়েন লুভনিথ।
বড় ইনিংস খেলেন ভেঙ্কিও
আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ এদিন সেভাবে নজরে আসতে না পারলেও তাঁর সাজঘরে ফেরার পর টিম গোল্ড অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার মাঠে নামতেই প্রতিপক্ষকে ব্যাটের ঝোড়ো হাওয়া দেখান। এদিন মাত্র 25 বলে 7টি ছয় হাঁকিয়ে 61 রানের দুরন্ত ইনিংস খেলেন আইয়ার।
অবশ্যই পড়ুন: ‘২১৪ জওয়ানকেই নিকেশ করা হয়েছে!’ পাকিস্তানের মিথ্যাচার নাকোচ করে দাবি BLA-র
টিম গোল্ডের প্রথম একাদশে কারা ছিলেন?
ভেঙ্কটেশ আইয়ার (অধিনায়ক), লুভনিথ সিসোদিয়া, রহমানউল্লাহ গুরবাজ, মনীশ পাণ্ডে, মঈন আলি, রভম্যান পাওয়েল, রামানদীপ সিং, চেতন সাকারিয়া, মায়াঙ্ক মার্কাণ্ডে এবং নেট বোলাররা।
টিম পার্পলের একাদশ
কুইন্টন ডি কক, অজিঙ্কা রাহানে (অধিনায়ক) অংকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বৈভব অরোরা, অনুকূল রায় ও নেট বোলাররা।