মাঠে ফিরছেন যুবরাজ সিং! T20 বিশ্বকাপে পেলেন গুরুদায়িত্ব

Published on:

yuvraj-singh

চলছে IPL, তারইমধ্যে প্রস্তুতি পর্ব চলছে আগামী T20 বিশ্বকাপের। ১ জুন থেকে শুরু হয়ে যেতে চলেছে T20 বিশ্বকাপ ২০২৪। আপাতত আলোচনা চলছে সেখানে কেমন দল পাঠাচ্ছে ভারত। এদিকে বিশ্বকাপে বেশ গুরুদায়িত্ব পেলেন যুবরাজ সিং। ২০০৭ সালের T20 বিশ্বকাপ এবং ২০১১ সালের ওয়ান ডে বিশ্বকাপ জেতানোর মূল কারিগর এখন বেশ ভারী পদের সাথে যুক্ত।

IPL চলাকালীনই ভারতীয়দের দারুণ সুখবর শুনিয়েছে ICC। আগামী ২০২৪ T20 ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হয়েছে যুবরাজ সিংকে। গত ২০০৭ সালের ICC টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ব্রিটিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ৬টি ছক্কা হাঁকান যুবরাজ সিং। ভারতীয় ক্রিকেটে যুবরাজের অবদান বিরাট মাপের।

উল্লেখ্য, যুবরাজ সিং অবসর নেওয়ার পর চতুর্থ পজিশনে ব্যাট করার মতো সেরকম ভালো কাওকে খুঁজে পায়নি ভারত। দুই বিশ্বকাপ জেতানোর কারিগরকে T20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নিয়ে সম্মানিত করেছে তাকে।

এক নজরে দেখে নিন গ্রুপ পর্বে কবে কাদের সাথে ম্যাচ রয়েছে ভারতের

৫ জুন – ভারত বনাম আয়ারল্যান্ড (নিউ ইয়র্ক)
৯ জুন – ভারত বনাম পাকিস্তান (নিউ ইয়র্ক)
১২ জুন – ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (নিউ ইয়র্ক)
১৫ জুন – ভারত বনাম কানাডা (ফ্লোরিডা)

WhatsApp Community Join Now

টি-টোয়েন্টি বিশ্বকাপের সমস্ত গ্রুপ

গ্রুপ A – ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র।
গ্রুপ B – ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।
গ্রুপ C – নিউজিল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা, পিএনজি।
গ্রুপ D – দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, নেপাল।

সঙ্গে থাকুন ➥
X