বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনা কল্পনা চলেছে অনেক। অবশেষে ভারতের বাজারে হয়ে গেল Mahindra Bolero 2025 মডেলটি (2025 Mahindra Bolero)। জানলে অবাক হবেন, গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র 8 লক্ষ টাকা। হ্যাঁ, 7.99 লক্ষ টাকার এক্স শোরুম প্রাইসেই পাওয়া যাবে এই গাড়ি। এক নজরে দেখে নিন সদ্য লঞ্চ হওয়া ফোর হুইলার Bolero এর যাবতীয় ফিচার।
নতুন Mahindra Bolero এর আকর্ষণীয় ফিচার্স
প্রথমেই বলি, Mahindra তাদের বহু বিক্রিত মডেল Bolero এর নতুন সংস্করণটিকে একটি অসাধারণ লুক দিয়েছে। না বললেই নয়, গাড়িটির সামনের অংশে রয়েছে একটি বোল্ড গ্রিল এবং ফগ লাইট। যা গাড়িটির সৌন্দর্যে এক আলাদা মাত্রা যোগ করেছে। অন্যান্য ডিজাইনের দিক থেকেও ক্রেতাদের চোখ ধাঁধিয়ে দিতে সিদ্ধহস্ত এই গাড়ি।
ডিজাইনের পাশাপাশি যদি গাড়িটির অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলা যায় সে ক্ষেত্রে, গাড়িটিতে রয়েছে 17.8 সেন্টিমিটারের একটি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়াও ড্রাইভারের সুবিধার জন্য রয়েছে স্টিয়ারিং মাউন্ট কন্ট্রোল। পাশাপাশি গাড়িটির ভেতরে প্রায় সর্বত্রই লেদার দিয়ে সুসজ্জিত কাজ করা। এছাড়াও ফোন চার্জ দেওয়ার জন্য টাইপ সি চার্জিং পোর্ট, প্রত্যেক ট্রিমে ডুয়েল এয়ার ব্যাগ প্যাকেজ, দরজার ট্রিমে বোতল হোল্ডার সহ একাধিক সুবিধা রয়েছে।
তবে 2025 Bolero গাড়িটির ইঞ্জিনের কথা বললে, এই গাড়িতে রয়েছে 1.5 লিটারের 3 সিলিন্ডার যুক্ত একটি শক্তিশালী ডিজেল ইঞ্জিন। যা 76 HP শক্তি এবং 210Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। তবে Mahindra এর এই নতুন Bolero গাড়িটিতে 5 স্পিডের ম্যানুয়াল গিয়ার বক্স দিয়েছে সংস্থা। যদিও সংস্থার দাবি করছে, আপডেটের পর তাদের এই নতুন সংস্করণে রাইড এবং হ্যান্ডলিং ভারসাম্য অনেকটাই উন্নত হয়েছে, যা চালকদের আরও আরামদায়ক রাইডিংয়ের অভিজ্ঞতা দেবে।
অবশ্যই পড়ুন: শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ! চিনের কাছে থেকে ২০টি যুদ্ধবিমান কিনছেন ইউনূসের দেশ
গাড়িটির দাম
Mahindra তাদের Bolero 2025 নতুন মডেলটির বেস ভেরিয়েন্টের এক্স শোরুম প্রাইস রেখেছে 7.99 লক্ষ টাকা। সে ক্ষেত্রে মডেলটির দ্বিতীয় বেস BS6 ভেরিয়েন্টটির এক্স শোরুম মূল্য 8.69 লক্ষ টাকা। এছাড়াও Mahindra Bolero 2025 এর তৃতীয় ভেরিয়েন্ট অর্থাৎ BS6 O এর এক্স শোরুম মূল্য 9.09 লক্ষ টাকা রাখা হয়েছে এবং সবশেষে, Bolero 2025 মডেলটির একেবারে টপ ভেরিয়েন্টটি কিনতে হলে 9.69 লক্ষ টাকা (এক্স শোরুম প্রাইস) খরচা করতে হবে ক্রেতাদের।