রোজ 3GB ডেটা, 84 দিন ভ্যালিডিটি! মাত্র ৫৯৯ টাকায় সেরা প্ল্যান নিয়ে এল BSNL

Published on:

BSNL Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি টেলিকম সংস্থা BSNL আবারো সস্তার প্ল্যান (BSNL Plan) নিয়ে হাজির হল। হ্যাঁ, প্রতিযোগিতার বাজারে যেখানে প্রাইভেট টেলিকম সংস্থাগুলি দিনের পর দিন রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে, সেখানে BSNL সম্পূর্ণ উল্টো রাস্তায় হাঁটছে। হ্যাঁ, মাত্র 599 টাকাতেই মিলছে প্রতিদিন 3GB করে ডেটা, এমনকি 84 দিনের বৈধতা। এই প্ল্যান সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে দেব আজকের প্রতিবেদনে।

599 টাকাতেই ভরপুর সুবিধা

সম্প্রতি BSNL তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, মাত্র 599 টাকায় গ্রাহকরা 84 দিনের বৈধতার সাথে প্রতিদিন 3GB করে হাই স্পিড ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা এবং প্রতিদিন 100টি করে এসএমএস-এর সুবিধা পাবে।

এবার যদি আমরা ভেঙে বলি, তাহলে এই প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন মাত্র 7 টাকা করে খরচ হবে। আর 84 দিনে মোট 252GB ডেটা পাওয়া যাবে। সঙ্গে অফুরন্ত কল এবং এসএমএস-এর সুবিধা মিলবে। অর্থাৎ, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অফিস কর্মী কিংবা ইন্টারনেট ব্যবহারকারী, সবার জন্য এটি হতে চলেছে একেবারে সেরা বিকল্প।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রয়েছে আগের অফারের সঙ্গে মিল

এর আগে প্রতিদিন মাত্র 199 টাকার একটি অফার চালু করেছিল, যেখানে এক মাসের জন্য আনলিমিটেড কল এবং প্রতিদিন 2GB করে ডেটা দেওয়া হচ্ছিল। আর সেই অফারে গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল। এদিকে 599 টাকার এই প্ল্যানটিও দীর্ঘমেয়াদে প্রচুর সুবিধা দিচ্ছে।

আরও পড়ুনঃ প্রথম দিনেই ১.৪ লক্ষ গাড়িতে FASTag অ্যানুয়াল পাস! আপনি কীভাবে নেবেন দেখুন

যেহেতু কম খরচে দীর্ঘমেয়াদ এবং বেশি পরিমাণে ডেটা পাওয়া যাচ্ছে। পাশাপাশি নির্ভরযোগ্য নেটওয়ার্ক ও সরকারি টেলিকম সংস্থার সুবিধা পাওয়া যাচ্ছে, তাই BSNL-এর এই প্ল্যানটি হতে পারে একদম বাজেট ফ্রেন্ডলি সেরার সেরা বিকল্প। তাই যদি আপনিও BSNL গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই প্ল্যানটি এখনই রিচার্জ করুন এবং উপভোগ করুন আনলিমিটেড সব সুবিধা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥