সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের টেলিকম দুনিয়ায় আবারও চমক দিল BSNL! যেখানে এয়ারটেল এবং জিও-র মত টেলিকম সংস্থাগুলি নিজেদের প্রতিযোগিতা টিকিয়ে রাখতে একের পর এক প্ল্যানের দাম বাড়াচ্ছে, সেখানে BSNL এমন এক অফার (BSNL Plan) নিয়ে আসলো, যা সাধারণ গ্রাহকদের মুখে হাসি ফোটাতে বাধ্য। মূলত যারা দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান খোঁজেন, তাদের জন্য এটি সেরা বিকল্প।
BSNL-র 897 টাকার প্ল্যান
বিএসএনএল সম্প্রতি তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, তারা একটি নতুন লঞ্চ প্ল্যান করছে, যার দাম মাত্র 897 টাকা। তবে এই প্ল্যানে এত পরিমাণ সুবিধা মিলছে, যা অন্যান্য টেলিকম সংস্থাগুলির কল্পনারও বাইরে। হ্যাঁ, এই প্ল্যানে থাকছে ছয় মাস অর্থাৎ 180 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং-এর সুবিধা, প্রতিদিন 100টি করে SMS।
পাশাপাশি মোট 90GB ডেটা থাকছে এই প্ল্যানে, কোনো ডেইলি ডেটা লিমিট নেই, যখন ইচ্ছা তখন ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, আপনি চাইলে একদিনেও 90GB ডেটা খরচ করতে পারবেন, আবার অল্প অল্প করে ছয় মাস ধরেও খরচ করতে পারবেন।
Why recharge every month? BSNL ₹897 keeps you connected for straight 180 days with unlimited calls, 90GB data, and 100 SMS/day.
Stay worry-free for half a year with BSNL ₹897 Plan!
Recharge Now : https://t.co/yDeFrwKDl1#BSNL #BSNLOffer #BSNLPlan #DigitalIndia #PrepaidPlan… pic.twitter.com/HrC1RAP112
— BSNL India (@BSNLCorporate) July 25, 2025
রয়েছে আরও বিকল্প প্ল্যান
তবে যারা এত বেশি টাকা খরচ করতে পারেন না, তাদের জন্য BSNL-এর আরও দুটি বিকল্প প্ল্যান রয়েছে। প্রথমত 599 টাকার প্ল্যান, যেটিতে 54 দিনের ভ্যালিডিটি মিলছে এবং প্রতিদিন 3GB করে মোট 252GB ডেটার সুবিধা পাওয়া যাবে। এর সাথে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি করে SMS-এর সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ৩০ জুলাই লঞ্চ হবে বিশ্বের সবথেকে শক্তিশালী উপগ্রহ! ইতিহাস লিখছে NASA ও ISRO
এবার দ্বিতীয়ত যে প্ল্যানের কথা বলব, তা হল BSNL-এর 249 টাকার প্ল্যান। এই প্ল্যানটি রিচার্জ করলে 45 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে, প্রতিদিন 2GB করে ডেটা পাওয়া যাবে, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি করে SMS-এর সুবিধা পাওয়া যাবে। শুধু তাই নয়, এই প্ল্যান রিচার্জ করলে BSNL BiTV OTT অ্যাপের অ্যাক্সেস মিলবে, যেখানে 400টি লাইভ টিভি চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে।
তবে BSNL ইতিমধ্যে জানিয়েছে যে, তারা খুব শীঘ্রই 5G পরিষেবা চালু করতে চলেছে। এর আগে যদিও কোম্পানির আধিকারিক জানিয়েছিলেন, ভারতের নানা প্রান্তে ইতিমধ্যেই 5G পরিষেবার ট্রায়াল চলছে। আর এমতাবস্থায় এত সস্তায় এরকম প্ল্যান এনে শুধুমাত্র গ্রাহক টানা নয়, বরং জিও ও এয়ারটেল এর ঘুম কেড়ে নেওয়ার মতোই পদক্ষেপ নিল BSNL।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |