মাত্র ৬১৯ টাকায় ৬০ দিন ইন্টারনেট, কলিং, OTT একসাথে! সেরা প্ল্যান Airtel এর

Published on:

Airtel Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: বরাবরই দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যের প্ল্যান (Airtel Recharge Plan) নিয়ে আসে। তবে আজকের প্রতিবেদনে আমরা এমন একটি প্ল্যানের কথা বলব, যা দীর্ঘমেয়াদে সাশ্রয়ী এবং ভরপুর সুবিধা দিচ্ছে। হ্যাঁ, আমরা বলছি এয়ারটেলের 619 টাকার প্ল্যানের কথা, যার সুবিধা সম্পর্কে জানলে চমকে যাবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী আছে এয়ারটেলের 619 টাকার প্ল্যানে?

এয়ারটেলের এই 619 টাকার প্রিপেইড প্ল্যানে আপনি পাবেন একগুচ্ছ সুবিধা, যা সাধারণত অনেক বেশি দামের প্ল্যানে দেখা যায়। এই প্ল্যানে প্রথমত 60 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। দ্বিতীয়ত, প্রতিদিন 1.5GB করে হাই স্পিড ডেটা পাওয়া যাবে। তৃতীয়ত, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং-এর সুবিধা মিলবে এবং দিনে 100টি করে ফ্রি SMS-এর সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই প্ল্যানটি রিচার্জ করলে ফ্রি ন্যাশনাল রোমিংয়ের পরিষেবা পাবেন। বিশেষ করে যারা প্রতিদিন প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করে, বা OTT কনটেন্ট দেখতে ভালোবাসে, তাদের জন্য এই প্ল্যানটি নিঃসন্দেহে সেরা বিকল্প।

বিনোদনের জন্য রয়েছে বোনাস

এই প্ল্যানে এয়ারটেল যে শুধুমাত্র ইন্টারনেট আর কলিং-এর সুবিধা দিচ্ছে, এমনটা নয়। সঙ্গে থাকছে বিনামূল্যে Airtel Xstream Play সাবস্ক্রিপশন। এর মাধ্যমে আপনি SonyLIV থেকে শুরু করে একাধিক OTT প্ল্যাটফর্মের কন্টেন্ট সম্পূর্ণ ফ্রিতে উপভোগ করতে পারবেন। পাশাপাশি পছন্দ মতো হ্যালো টিউন্স ফ্রিতে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

799 টাকায়ও মিলবে ভরপুর সুবিধা

তবে যারা একটু বেশিদিন ভ্যালিডিটি চান, তাদের জন্য এয়ারটেলের 799 টাকার প্ল্যানটি হতে পারে একদম সেরা বিকল্প। কারণ এই প্ল্যানটি একবার রিচার্জ করলে একটানা 77 দিন নিশ্চিন্তে সবকিছু উপভোগ করা যাবে। এই প্ল্যানে পাবেন আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং-এর সুবিধা। পাশাপাশি রোমিং-এর সুবিধা মিলবে এবং প্রতিদিন 1.5GB করে ডেটা ও 100টি SMS-এর সুবিধা মিলবে এই প্ল্যান রিচার্জ করলে।

আরও পড়ুনঃ কেন এক শিব মন্দির নিয়েই এত ঝামেলা? রইল থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধের কারণ ও ইতিহাস

বিশেষ করে যারা প্রতিদিন নিয়মিত অনলাইন ক্লাস বা Zoom/Meet-এর মাধ্যমে কাজ করে এবং OTT কন্টেন্ট দেখতে ভালোবাসে, তাদের জন্য এয়ারটেলের এই প্ল্যানগুলি হতে পারে একদম সেরা বিকল্প। শুধু তাই নয়, কলিং, ইন্টারনেট আর বিনোদনের চাহিদা যাদের রয়েছে, তাদের জন্যও এই প্ল্যান সেরা। কারণ একবার রিচার্জ করলেই দুই মাস নিশ্চিন্তে থাকা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group