সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের দুনিয়ায় আবারও চমক দিল iQOO। এবার তাদের নতুন ফ্ল্যাগশিপ মডেল iQOO 15 বাজারে আসছে। আর আগামী মাসেই এই ফোনটি চিনে লঞ্চ হতে চলেছে। সেই সূত্র ধরে জানা গিয়েছে, আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসেই ভারতের বাজারে লঞ্চ হবে iQOO 15। এমনকি এই ফোনটির ছবি ও সম্ভাব্য ফিচার সম্পর্কে এক্স হ্যান্ডেলে বিস্তারিত শেয়ার করেছেন টিপস্টার দেবায়ন রায়। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য।
চমক দিচ্ছে ব্যাটারি
উল্লেখ্য, iQOO 15 ফোনটিতে রয়েছে একটি 7000mAh এর বিশাল ব্যাটারি। আর সঙ্গে দেওয়া হচ্ছে 100W ফার্স্ট চার্জিং। ফলে একবার চার্জ দিলেই আর দীর্ঘক্ষণ কোনও চিন্তা না করে চালানো যাবে ফোনটি। এমনকি কয়েক মিনিটের মধ্যেই ফোনটিতে ফুল চার্জ হয়ে যাবে।
প্রসেসর এবং পারফরম্যান্স
জানা যাচ্ছে, এই স্মার্টফোনে নতুন প্রজন্মের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসের ব্যবহার করা হবে। আর সঙ্গে আলাদা Q3 গ্রাফিক্স চিপসেট থাকবে। তাই গেমিং বলুন কিংবা মাল্টি-টাস্কিং, ব্যবহারকারীদের অভিজ্ঞতা একধাপ এগিয়ে রাখবে এই স্মার্টফোন।
iQOO 15 live images :
✅ 7000mAh🔋100W⚡wireless
✅ Independent Q3 graphics chip
✅ Snapdragon 8 Elite Gen 5
✅ 2K LTPO OLED, Samsung panel, M14 luminous material + Anti-reflective coating✅ 50MP+50MP+50MP 3x
✅ 8000mm² VC
✅ Ultrasonic FS,USB 3.2, IP69India launch ~ Nov/Dec pic.twitter.com/lpL255wj1s
— Debayan Roy (Gadgetsdata) (@Gadgetsdata) September 26, 2025
এদিকে ফোনটিতে থাকছে একটি 2K LTPO OLED Samsung প্যানেল ডিসপ্লে। আর এতে ব্যবহার করা হচ্ছে M14 লুমিনাস ম্যাটেরিয়াল এবং অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং। কোম্পানি দাবি করছে, এই ডিসপ্লেটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফলে গেমার দের জন্য যে আরও বাড়তি সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না।
ক্যামেরাতেও চমক
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই ফোনটিতে তিনটি 50MP ক্যামেরা সেন্সর থাকবে, যা ব্যবহারকারীদের আলট্রা ক্লিয়ার ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স দেবে। এমনকি সামনের ক্যামেরাও বেশ উন্নত মানেরই থাকবে।
বিশেষ ফিচার্স
তবে প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি ছাড়াও এই ফোনটিতে এমন কিছু ফিচার্স দেওয়া হচ্ছে, যা সচরাচর দেখা যায় না। প্রথমত, ফোনটিতে থাকছে 8000mm² VC কুলিং সিস্টেম, যা দীর্ঘক্ষণ ব্যবহার করলে ফোনটিকে ঠান্ডা রাখবে। দ্বিতীয়ত থাকছে IP69 ওয়াটারপ্রুফ রেটিং, যা জল এবং ধুলোর হাত থেকে ফোনটিকে সুরক্ষা দেবে। তৃতীয়ত থাকছে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এমনকি এই ফোনটিতে থাকবে OS 6 অপারেটিং সিস্টেম।
আরও পড়ুনঃ মিলবে মোটা অঙ্কের বেতন, ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৭১ শূন্যপদে নিয়োগ
উল্লেখ্য, iQOO এর এই ফোনটি 15 সেপ্টেম্বর গ্লোবালে লঞ্চ হয়েছে, আর ভারতীয় বাজারে নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদই আসবে। এর আগে 29 সেপ্টেম্বর থেকে শুরু হবে iQOO 15 এর রেজিস্ট্রেশন।