সৌভিক মুখার্জী, কলকাতা: সস্তা, টেকশই বা মাইলেজ, এই তিনটি শব্দ যেন একটি বাইকের সাথেই যায়। আর তা হল Hero Splendor! আর সেই কারণেই আবারো চমক দিল এই টু-হুইলার। ভারতের দুই চাকার যানবাহনের বাজারে আবারও শীর্ষস্থান দখল করে ফেলল Hero Splendor। জুন, 2025-র বিক্রির পরিসংখ্যান বলছে, গ্রাহকদের প্রথম পছন্দ এখনও এই বাইকটিই।
নির্ভরযোগ্যতার আরেক নাম Hero Splendor!
সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারের (SIAM)-র সর্বশেষ রিপোর্ট বলছে, শুধুমাত্র জুন মাসেই Hero Splendor 2,67,607 ইউনিট বিক্রি হয়েছে। 73 কিলোমিটার/লিটার মাইলেজ, স্বল্প রক্ষণাবেক্ষণের খরচ আর দীর্ঘস্থায়ী ইঞ্জিন, সবমিলিয়ে শহর থেকে গ্রাম, সব জায়গায় এখন ক্রেতারা চোখ বন্ধ করে এই বাইকটিকে বেছে নিচ্ছে।
জুন, 2025-এ শীর্ষ 10 বিক্রিত মোটরসাইকেল তালিকা
SIAM-র রিপোর্ট বলছে—
- সবথেকে বেশি বিক্রি হয়ে এই তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে Hero Splendor। জুন মাসে এই বাইক বিক্রি হয়েছে 2,67,607 ইউনিট।
- দ্বিতীয় স্থানে রয়েছে Hero HF Deluxe, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 97,770 ইউনিট।
- তৃতীয় স্থানে রয়েছে Honda Shine, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 93,975 ইউনিট।
- চতুর্থ স্থানে রয়েছে Bajaj Pulsar, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 83,715 ইউনিট।
- পঞ্চম স্থানে রয়েছে Hero Glamour, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 39,019 ইউনিট।
- ষষ্ঠ স্থানে রয়েছে TVS Apache, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 35,219 ইউনিট।
- সপ্তম স্থানে রয়েছে Hero Passion, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 31,765 ইউনিট।
- অষ্টম স্থানে রয়েছে TVS Raider, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 27,459 ইউনিট।
- নবম স্থানে রয়েছে Honda Unicorn, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 26,588 ইউনিট।
- দশম স্থানে রয়েছে Hero Xtreme 160R, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 8,128 ইউনিট।
স্কুটারের তালিকা কী বলছে?
শহরের ব্যস্ত রাস্তায় এখনও মানুষ স্কুটারকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছে। কারণ, জুন মাসে স্কুটারের তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে Honda Activa, যা কিনা 1,81,948 ইউনিট বিক্রি হয়েছে। স্কুটার বিক্রির তালিকাটি ঠিক নিন্মরূপ—
- বিক্রির রেকর্ড করে তালিকার প্রথম স্থান রয়েছে Honda Activa। জুন মাসে এই গাড়ি বিক্রি হয়েছে 1,81,948 ইউনিট।
- দ্বিতীয় স্থানে রয়েছে TVS Jupiter, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 60,398 ইউনিট।
- তৃতীয় স্থানে রয়েছে Suzuki Access, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 47,876 ইউনিট।
- চতুর্থ স্থানে রয়েছে Hero Xoom, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 19,683 ইউনিট।
- পঞ্চম স্থানে রয়েছে TVS NTorq, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 17,378 ইউনিট।
- ষষ্ঠ স্থানে রয়েছে Yamaha Ray ZR, জুন মাসে এই মডেল বিক্রি হয়েছে 12,875 ইউনিট।
আরও পড়ুনঃ ৫ বছরে ২০,০০০%-র বেশি রিটার্ন! বাজারের সেরা ৩টি স্টক এগুলিই
প্রিমিয়াম সেগমেন্টে Royal Enfield-র দাপট
তবে প্রিমিয়াম সেগমেন্টে সেরা পারফরম্যান্স দিয়েছে Royal Enfield। কারণ, তাদের Classic 350 বিক্রি হয়েছে 57,509 ইউনিট, যা এই শ্রেণীর মধ্যে সর্বোচ্চ। আর অন্যান্য প্রিমিয়াম মডেলের মধ্যে Hero XPulse 200 বিক্রি হয়েছে 4234 ইউনিট, Royal Enfield Himalayan 450 3291 ইউনিট এবং KTM 390 সিরিজ 1000-র বেশি বিক্রি হয়েছে।
তবে সবথেকে বড় ব্যাপার, এই রিপোর্ট আবারো প্রমাণ করল যে, সাধারণ মধ্যবিত্ত ক্রেতারা এখনো পর্যন্ত সেই 100cc-125cc বাইক বা স্কুটারের উপরেই বেশি ভরসা রাখছে। যদিও প্রিমিয়াম বা ইলেকট্রিক গাড়ির প্রতি দিনের পর দিন আগ্রহ বাড়ছে, তবুও পরিকাঠামোগত ও দামের দিক থেকে এই বাইকগুলি সেরা বিকল্প।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |