Indiahood-nabobarsho

Maruti থেকে Tata, ৮ লাখের মধ্যে পেয়ে যাবেন ৮ অটোমেটিক কার

Published on:

Automatic Car

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা ছাড়াই আরামদায়ক ড্রাইভিং এর অভিজ্ঞতা উপভোগ করতে চান প্রায় সকলেই। তবে অনেকেই মনে করেন যে, অটোমেটিক গাড়ির জন্য বাজেট অনেক বেশি হতে হবে। কিন্তু একেবারেই না। এই ধারণা সম্পূর্ণ ভুল। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ আমরা এমন ৮টি অটোমেটিক গাড়ির কথা বলব, যেগুলি ৮ লাখ টাকার কমে বাজারে পাওয়া যাচ্ছে। তবে দাম কম হলেও গাড়িগুলিতে ফিচারের কোন কমতি নেই। চলুন দেখে নেওয়া যাক, একনজরে গাড়িগুলির তালিকা।

মারুতি সুজুকি অল্টো (Maruti Suzuki Alto)

যারা প্রথমবার গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য মারুতি সুজুকি অল্টো হতে পারে নিঃসন্দেহে সেরা বিকল্প। VXi (O) ভ্যারিয়েন্টের এই গাড়িটির এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে মাত্র ৫.৮০ লক্ষ টাকা থেকে। কোন ঝামেলা ছাড়াই এই গাড়িটি চালানো যায় এবং মাইলেজও এক কথায় দুর্দান্ত। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মারুতি সুজুকি এস-প্রেসো (S-Presso)

এই গাড়িটি ছোট SUV মডেলের। কিন্তু ডিজাইনএক কথায় সেরা। রয়েছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং শহরের ট্রাফিকে দুর্দান্ত পারফরম্যান্স দেয় এই গাড়িটি। VXi (O) ভ্যারিয়েন্টের এই গাড়িটির এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে ৫.৭১ লক্ষ টাকা থেকে। নতুন প্রজন্মের চালকদের জন্য স্টাইল এবং স্মার্টনেসের দিক থেকে এই গাড়িটি সেরা বিকল্প।

মারুতি সুজুকি সেলারিও (Celerio)

স্পেসিয়াস কেবিন, স্মুথ ড্রাইভ এবং ফুয়েল এফিশিয়েন্সির দিক থেকে এই গাড়িটি পারফেক্ট অপশন। VXi ভ্যারিয়েন্টের এই গাড়িটির দাম শুরু হচ্ছে ৬.৪৯ লক্ষ টাকা থেকে। যারা নিয়মিত গাড়ি চালান, তাদের জন্য সেরা বিকল্প এটি। 

মারুতি সুজুকি সুইফ্ট (Swift)

স্মার্ট ফিচারের জন্য পরিচিত Swift এখন অটোমেটিক ফিচারেও পাওয়া যায়। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। VXi ভ্যারিয়েন্টের এই গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র ৭.৭১ লক্ষ টাকা থেকে। ফ্যাশন এবং পারফরন্সের দিক থেকে সেরা অপশন এটি।

রেনো কুইড (Renault Kwid)

SUV স্টাইলের ডিজাইন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও টাচস্ক্রিন ফিচারের এক অনন্য বিকল্প এই গাড়িটি। RXL (O) ভ্যারিয়েন্টের এই গাড়িটির দাম শুরু হচ্ছে ৫.৪৪ লক্ষ টাকা থেকে। নতুন চালকদের জন্য একেবারে পারফেক্ট অপশন এটি। 

টাটা টিয়াগো (Tata Tiago)

মজবুত গঠন, সেফটি ফিচার এবং আকর্ষণীয় ডিজাইনের দিক থেকে টাটা টিয়াগো একদম প্রথম সারিতে। XTA ভ্যারিয়েন্টের এই গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র ৬.৮৫ লক্ষ টাকা থেকে। যারা নিরাপদ এবং শক্তপোক্ত একটি গাড়ে খোঁজেন, তাদের জন্য সেরা বিকল্প এটি। 

টাটা পাঞ্চ (Tata Punch)

SUV-র স্টাইল এবং ফিচার নিয়ে এবার বাজারে হাজির হয়েছে টাটা পাঞ্চ। এই গাড়িটি স্বল্প বাজেটে সেরা বিকল্প। Adventure ভ্যারিয়েন্টের এই গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র ৭.৭ লক্ষ টাকা থেকে। ফ্যামিলি ট্রিপ বলুন বা শহরের রাস্তার ভিড়, সবদিক থেকেই সেরা অপশন এটি।

Hyundai Grand i10 Nios

প্রিমিয়াম হ্যাচব্যাকের মধ্যে জনপ্রিয় নাম Hyundai Grand i10 Nios। Magna AMT ভ্যারিয়েন্টের এই গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র ৭.৪৯ লক্ষ টাকা থেকে। রিফাইনড ড্রাইভিং এক্সপেরিয়েন্স ও আরামদায়ক ইন্টেরিয়রের জন্য সেরা পছন্দ এই গাড়িটি। 

আরও পড়ুনঃ রেলে চাকরি পেতে আর পরীক্ষার দরকার নেই, মাধ্যমিক পাসেই হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

তাই ৮ লক্ষ টাকার মধ্যে এখন একাধিক অটোমেটিক গাড়ি পাওয়া যায়, যেগুলি নতুন চালক এবং শহরের রাস্তায় চালানোর জন্য একদম পারফেক্ট অপশন। তাই এখনই আপনার বাজেটের মধ্যে স্টাইল এবং মানানসই একটি গাড়ি বুকিং করে ফেলুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group