সৌভিক মুখার্জী, কলকাতা: এই চাঁদিফাটা গরমে যদি আপনি এসি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করেন, তাহলে এখনই আপনার জন্য সঠিক সময়। কারণ ফ্লিপকার্টে শুরু হয়েছে বিরাট সেল (Flipkart Discount), যেখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট মিলছে 80% পর্যন্ত ডিসকাউন্টে। শুনতে অবাক মনে হলেও সত্যি। এসি, ফ্রিজ, কুলার, স্মার্ট টিভির পাশাপাশি আরো অনেক প্রোডাক্ট মিলছে জলের দরে।
এসিতে মিলছে অর্ধেকের বেশি ছাড়
ফ্লিপকার্টের এই বিরাট সেলে একাধিক নামিদামি ব্রান্ডের এসি মিলছে 50% ছাড়ে। যেমন-
LG 2025 AI Plus Convertible AC: এই এসিটির বাজার মূল্য ছিল 91,990/- টাকা। আর এখন তা পাওয়া যাচ্ছে মাত্র 48,490/- টাকায়। তার উপর আবার মিলছে ব্যাঙ্ক ডিসকাউন্টে 10% অতিরিক্ত ছাড়।
MarQ 3-Star Rated Split AC: এই এসিটি এখন মাত্র 20,999/- টাকায় পাওয়া পাচ্ছে। আগে এসিটির দাম ছিল 46,499/- টাকা। হিসাব বলছে, এই এসিটিতে 54% ছাড় মিলছে।
Voltas Split AC: এই এসিটির আগে বাজার মূল্য ছিল 75,990/- টাকা। এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 41,990 টাকায়। অর্থাৎ, এই এসিটিতে মিলছে 44% ছাড়।
ফ্রিজেও পাওয়া যাচ্ছে সেরা অফার
গরমের সময় ফ্রিজ ছাড়া দিন কাটানো সতিই কঠিন। শুধু এসি নয়, বরং ফ্রিজেও মিলছে বিরাট অফার। হ্যাঁ, ফ্লিপকার্টের এই সেলে বিভিন্ন রকম নামি দামী ব্রান্ডের ফ্রিজে দেওয়া হচ্ছে প্রচুর ডিসকাউন্ট। যেমন-
LG 185 লিটার সিঙ্গেল ডোর ফ্রিজ: এই ফ্রিজটির আগে দাম ছিল 23,699/- টাকা। আর এখন তা কমে হয়েছে মাত্র 17,490/- টাকা। এই ফ্রিজটিতে মিলছে 26% ছাড়।
Godrej Double Door Fridge: ডবল ডোরের এই ফ্রিজটি এখন পাওয়া যাচ্ছে মাত্র 29,990/- টাকায়, যেখানে 25% এর উপর ছাড় মিলছে।
Realme TechLife 253 লিটার Double Door Fridge: এই ফ্রিজটির আগে দাম ছিল 38,490/- টাকা। আর এখন বিক্রি হচ্ছে মাত্র 19,990/- টাকায়। অর্থাৎ, 48% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই ফ্রিজটিতে।
স্মার্ট টিভি এখন জলের দরে
এখন বাড়িতে সিনেমা বা লাইভ খেলা দেখতে হলে স্মার্ট টিভির থেকে সেরা বিকল্প আর কিছু হতে পারে না। আর স্মার্ট টিভিতেও মিলছে বিরাট অফার।
Realme Smart TV: এই টিভিটির দাম শুরু হচ্ছে মাত্র 9,999/- টাকা থেকে।
Blaupunkt 43 ইঞ্চি 4K Smart TV: এই টিভিটি পাওয়া যাচ্ছে মাত্র 23,899/- টাকায়।
এমনকি Samsung, LG, Sony-র টিভিতে 50% পর্যন্ত ছাড় মিলছে। মাত্র 22,999/- টাকায় Samsung 4K Smart TV স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে।
আরও পড়ুনঃ শিয়ালদা ডিভিশনে সমস্যা মিটবে পুরুষ যাত্রীদের, সুখবর শোনাল পূর্ব রেল
কুলার এবং স্মার্টফোনেও সেরা অফার
ফ্লিপকার্টের এই সেলে শুধুমাত্র এসি, ফ্রিজ বা টিভি নয়। বরং, BLDC টেকনোলজির স্মার্টফোন এবং কুলারেও পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফার। এই গরমে সাশ্রয়ী অথচ কার্যকর ঠান্ডার সমাধান খুঁজতে চাইলে এগুলিও হতে পারে দারুণ অপশন।
তাই এই ভ্যাঁপসা গরমে কষ্ট সহ্য না করে ফ্লিপকার্টের এই Super Cooling Days এর দিকে একটু নজর রাখুন। লিমিটেড টাইমের অফার হওয়ায় স্টক শেষ হওয়ার আগে পছন্দের জিনিসগুলি আগেভাগে কিনে ফেলুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |