সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের টেক সংস্থা জোহ আবারও বিশ্ব মঞ্চ চমক দেখাল। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের সঙ্গে পাল্লা দিয়ে আরাট্টাই অ্যাপ জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। আর এবার জোহর তৈরি ওয়েব ব্রাউজার Ulaa (Ulaa Browser) বাজারে নেমেই ঝড় তুলছে। গত অক্টোবরের 1 তারিখে অ্যাপল অ্যাপ স্টোরে সবার শীর্ষে উঠে এসেছিল এই Ulaa ব্রাউজার। এমনকি গুগল ক্রোমকেও পিছনে ফেলে দিয়েছে। কী ফিচার রয়েছে এই ওয়েব ব্রাউজারের? জানিয়ে দেব আজকের প্রতিবেদনে।
প্রাইভেসি ফার্স্ট ব্রাউজার Ulaa
জোহ দাবি করছে, Ulaa একটি প্রাইভেসি ফার্স্ট ব্রাউজার। অর্থাৎ, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এমনকি গুগল ক্রোম, সাফারি কিংবা মাইক্রোসফট এজের মতো ব্রাউজারগুলিকে সরাসরি টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখছে এই ওয়েব ব্রাউজার।
তবে সবথেকে বড় ব্যাপার, এই ব্রাউজারের মধ্যে রয়েছে বিশেষ স্ক্রিন ক্যাপচার ফিচার। অর্থাৎ, পুরো ওয়েবপেজ বা যেকোনও অংশের স্ক্রিনশট খুব সহজেই তোলা যাবে। এমনকি ব্রাউজারের ভিতরেই সেই স্ক্রীনশটে টেক্সট অ্যাড বা অন্যান্য অ্যানিমেশন টুল ব্যবহার করা যাবে।
👑Ulaa is officially #1 in Utilities on the App Store!🌟
Every download, every share, every click brought us here. We’re proud to deliver a privacy-first, secure browsing experience😇🚀
Thank you for being an essential part of this journey! 🙏#UlaaBrowser #AppStore pic.twitter.com/YaJJ7ABjBN
— Ulaa Browser (@UlaaBrowser) October 1, 2025
এদিকে এন্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ম্যাক্স, লিন্যাক্স, সব প্ল্যাটফর্মেই এই Ulaa ব্রাউজার চালানো যাবে বলে খবর। আর এর সবথেকে বড় আকর্ষণ Sync টুল। এই ফিচার্স ব্যবহার করে বুকমার্কে সেভ করা পাসওয়ার্ড বা ব্রাউজিং হিস্ট্রি কিংবা অন্যান্য সেটিংস, সমস্ত ডিভাইসে একসঙ্গে Sync হয়ে যাবে। তবে এর জন্য জোহ অ্যাকাউন্টে লগইন থাকা দরকার।
রয়েছে স্মার্ট গ্রুপিং ফিচার ট্যাব ম্যানেজমেন্ট
তবে যারা একসঙ্গে অনেক ট্যাব খুলে রেখে কাজ করে, তাদের জন্য Ulaa দারুণ ফিচার নিয়ে এসেছে। এদের ট্যাব ম্যানেজার দিয়ে গুরুত্বপূর্ণ পেজ পিন করে রাখা যাবে, সেভ বা থামিয়েও রাখা যাবে। আবার স্মার্ট গ্রুপিং ফিচার্সের মাধ্যমে খোলা ট্যাবগুলিকে স্বয়ংক্রিয়ভাবে ভাগ করে সাজিয়ে রাখা যাবে। ফলে খুব সহজেই পছন্দের পেজ খুঁজে পাওয়া যাবে, আর এতে ডিভাইসের মেমোরিও বাঁচবে।
আরও পড়ুনঃ ভাসবে দক্ষিণবঙ্গ, বৃষ্টির তাণ্ডব বাড়ায় প্রচুর জল ছাড়ল DVC
তবে Ulaa-র সবথেকে শক্তিশালী ফিচার হল ইন-বিল্ট অ্যাড ব্লকার। জানা যাচ্ছে, পপ-আপ, ভুয়ো বিজ্ঞাপন আটকাবে এটি। এর জন্য আলাদা করে তৃতীয় পক্ষের কোনও এক্সটেনশন ইনস্টল করারও দরকার নেই। প্রসঙ্গত, Ulaa-র মধ্যে রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার। আর এতে ব্যবহারকারীরা লগইন ডিটেলস সেভ করে রাখতে পারবে। এমনকি অটোফিল করতেও পারবে। পাশাপাশি বুকমার্ক ম্যানেজার রয়েছে, যেখানে প্রিয় ওয়েবসাইটগুলোকে দ্রুত ইমপোর্ট বা এক্সপোর্ট করে সাজিয়ে রাখা যাবে। এখন দেখার, সত্যিই গুগল ক্রোমকে এই ব্রাউজার টেক্কা দিতে পারে কিনা।