Jio, Airtel অতীত! এবার রিচার্জের দাম বাড়াল এই সংস্থা! জোর ঝটকা গ্রাহকদের

Published on:

man-phone

কলকাতাঃ সকলের আশংকাই যেন দিনের আলোর মতো সত্যিই হয়েছে গেল। রিলায়েন্স জিও, এয়ারটেলের পর এবার রিচার্জ-এর দাম বাড়ালো ভোডাফোন-আইডিয়া। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এক ধাক্কায় বেশ অনেকটাই রিচার্জ-এর ট্যারিফ বাড়িয়ে দিল Vi। এদিকে দেশের অন্যতম বড় এই টেলিকম কোম্পানির সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে কোটি কোটি গ্রাহকের। আপনিও কি Vi- এর সিম ব্যবহার করেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

দাম বাড়ালো Vi

এবার ভোডাফোন-আইডিয়া যেন জিও, এয়ারটেলের দেখানো পথেই হাটলো বলে মনে হচ্ছে। এই কোম্পানিও নিজেদের প্রিপেইড এবং পোস্টপেইডের মূল্য এক লহমায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি গ্রাহকদের পকেটে পড়বে। কোম্পানি জানিয়েছে, আগামী ৪ জুলাই থেকে এই দাম কার্যকর হবে। আগামী ৪ জুলাই থেকে এটি কার্যকর হবে।

নতুন রিচার্জ প্ল্যানের দাম কত

কোম্পানির তরফে যা গিয়েছে, আনলিমিটেড ভয়েস প্ল্যানের কথা বললে, ২৮ দিনের জন্য ১৭৯ টাকার প্ল্যানটি ১৯৯ টাকা হয়ে গেছে। অন্যদিকে ৮৪ দিনের জন্য ৪৫৯ টাকার প্ল্যান হয়ে গেছে ৫০৯ টাকা। ৩৬৫ দিনের জন্য ১৭৯৯ টাকার প্ল্যান আগামী দিন থেকে হয়ে যাবে ১৯৯৯ টাকা। ২৬৯ ও ২৯৯ টাকার ২৮ দিনের প্ল্যানের মূল্য বাড়িয়ে ২৯৯ ও ৩৪৯ টাকা করা হয়েছে। ৩১৯ টাকার ১ মাসের প্ল্যান হয়ে গেছে ৩৭৯ টাকা।

ডেটা অ্যাড-অন প্ল্যানের কথা বলতে গেলে, ১৯ টাকার প্ল্যানটি এখন ২২টাকা হয়ে হয়ে গিয়েছে এবং ৩৯ টাকার প্ল্যানটি ৪৮ টাকা হয়ে হয়ে যাবে ৪ জুলাই থেকে। এই প্ল্যানগুলির ভ্যালিডিটি ১ এবং ৩ দিন।

WhatsApp Community Join Now

কত দাম বাড়ল Post Paid- এর

পোস্ট-পেইড প্ল্যানের কথা বললে, মাসিক টাকা ৪০১, ৫০১ টাকা এখন বেড়ে হয়েছে ৪৫১,৫৫১ টাকা। ফ্যামিলি প্ল্যান ৬০১ টাকা, ১০০১ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০১, ১২০১ টাকা।

দাম বাড়িয়েছে Airtel ও

১০-২১ শতাংশ ট্যারিফ বাড়িয়েছে। নতুন প্ল্যান অনুযায়ী, এতদিন যারা ১৭৯ টাকার প্ল্যান রিচার্জ করছিলেন এবার থেকে তাদের ১৯৯ টাকা গুনতে হবে। এদিকে প্রিপেইড শুল্ক প্রতিদিন গড়ে ৭০ পয়সারও কম বেড়েছে। এছাড়া পোস্ট পেইড প্ল্যান বেড়েছে ১০-২০ শতাংশ। দাম এতটাই মহার্ঘ্য হয়ে গিয়েছে যে অধিকাংশ মানুষ রিচার্জ করার আগে দশবার ভাববেন। প্রিপেইডের ক্ষেত্রে ৪৫৫ টাকার রিচার্জ মূল্য এখন ৫০৯ টাকা, ১৭৯৯ টাকার রিচার্জ প্ল্যান এখন ১৯৯৯ টাকায় মিলবে। এছাড়া ২৬৫ টাকার রিচার্জ মূল্য এখন ২৯৯ টাকা, ২৯৯ টাকার রিচার্জ মূল্য ৩৪৯ টাকা বাড়িয়ে দিয়েছে Airtel। যারা এতদিন ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান কিনছিলেন এখন তাঁদের এটি নিতে গেলে ৪৪৯ টাকা খরচ করতে হবে।

দাম বাড়ল Jio-রও

এয়ারটেলের আগে গতকাল রিচার্জ মূল্য মহার্ঘ করেছে জিও রিলায়েন্স। সর্বনিম্ন রিচার্জের দাম বাড়িয়ে ১৯ টাকা করা হচ্ছে। ‘DATA ADD ON PACK,’- এর দাম আগে সর্বনিম্ন ১৫ টাকা ছিল, কিন্তু এখন এই দাম এক ধাক্কায় ২৫ শতাংশ বাড়িয়ে ১৯ টাকা করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ৭৫ জিবি পোস্টপেইড ডেটা প্ল্যানের দাম এখন ৩৯৯ টাকা থেকে বেড়ে হবে ৪৪৯ টাকা। জিও ৮৪ দিনের বৈধতার জনপ্রিয় ৬৬৬ টাকার আনলিমিটেড প্ল্যানের দাম বাড়িয়ে ৭৯৯ টাকা করেছে।

এর পাশাপাশি বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম ২০-২১ শতাংশ বেড়ে ১,৫৫৯ টাকা থেকে ১,৮৯৯ টাকা এবং ২,৯৯৯ টাকা থেকে ৩,৫৯৯ টাকা হবে। নতুন দাম আগামী ৩ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হবে।

সঙ্গে থাকুন ➥
X