হেলমেট থেকে সিট বেল্ট, রেড লাইট! এবার ট্র্যাফিক রুলস ব্রেক করলেই ডাণ্ডা চালাবে AI

Published on:

traffic control ai

New Traffic Rules: ভারত সহ এমন অনেক দেশ রয়েছে যেখানকার ট্র্যাফিক নিয়ম খুবই কড়া। ট্র্যাফিক নিয়ম ভাঙলেই আর্থিক জরিমানা থেকে শুরু করে জেল অবধি হতে পারে আপনার। এমনকী জায়গায় জায়গায় এই নিয়ে সচেতনতাও ছড়ানো হচ্ছে। তারপরেও এমন কিছু মানুষ রয়েছেন যারা কিনা বিষয়গুলির গুরুত্ব না বুঝে নিয়ম উলঙ্ঘন করে চলেছেন। তবে এবার ভারতে এমন এক ব্যবস্থা আনা হয়েছে যারপরে কোনো আইন উলঙ্ঘনকারী রেহাই পাবে না। কারণ পুলিশের নজর থেকেও বাঁচলেও AI -র হাত থেকে আর কেউ পার পাবে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নজর রাখবে AI

এবার আপনিও যদি মাথায় হেলমেট না পড়ে থাকেন কিংবা গাড়িতে চালানোর সময়ে সিটবেল্ট না লাগিয়ে থাকেন তাহলে তাই খয়ব দ্রুত ধরে ফেলা সম্ভব হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। আসলে এবার দিল্লি সরকার কার্যকরভাবে ট্র্যাফিক লঙ্ঘন সনাক্ত করতে এবং সড়ক সুরক্ষা নিশ্চিত করতে একটি এআই-ভিত্তিক সিস্টেম বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। এই নতুন ব্যবস্থা চালু হওয়ার পরে বিপত্তি এড়াতে সকলকে সজাগ থাকতে হবে বৈকি।

টেন্ডার জারি

দিল্লি সরকারের আধিকারিকরা বলছেন যে আম আদমি পার্টি সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপ লার্নিং প্রযুক্তির সাহায্যে অটোমেটিক নম্বর প্লেট সনাক্তকরণ (এএনপিআর) লঙ্ঘন সনাক্ত করতে একটি ইন্টিলিজেন্ট ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম (আইটিএমএস) এর জন্য দরপত্র ছেড়েছে। আইটিএমএস শহরের প্রায় ৫০০ স্থানে এএনপিআর প্রযুক্তি স্থাপন করবে এবং প্রয়োজনে পরে এটি প্রসারিত করবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সরকারি কর্মকর্তারা বলছেন, সিস্টেমটি রিয়েল-টাইমে ট্র্যাফিক লঙ্ঘন পর্যবেক্ষণ করবে এবং ডেটা বিশ্লেষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নেবে, ট্র্যাফিক ব্যবস্থাপনার জন্য কার্যকর ইনপুট তৈরি করবে। পরিবহন বিভাগের কর্মকর্তা বলেছেন যে, ‘সড়ক সুরক্ষা আমাদের জন্য একটি মূল উদ্বেগের বিষয়। এই ইন্টিলিজেন্ট সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে, আমরা শহরে ট্র্যাফিক লঙ্ঘন এবং সড়ক দুর্ঘটনার সংখ্যা হ্রাস করার লক্ষ্য রাখছি।’

কোন কোন অপরাধ শনাক্ত করবে AI?

নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন অপরাধ শনাক্ত করবে AI? দিল্লি সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ইন্টেলিজেন্ট ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ট্র্যাফিক লঙ্ঘনের রিয়েল-টাইম সনাক্তকরণ। সিস্টেমটি স্পিড ভায়োলেশন, রেড লাইট ভায়োলেশন এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা চালকদের সনাক্ত করতে সক্ষম হবে। এর পাশাপাশি, সিট-বেল্ট এবং হেলমেট ব্যবহারের মতো সুরক্ষা বিধিগুলি মেনে চলার বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং অতিরিক্ত বোঝাই যানবাহন চোখের নিমিষে সনাক্ত করবে এআই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group