চাপে পড়ে বাপ বাপ! গ্রাহক ধরে রাখতে সস্তার রিচার্জ লঞ্চ করল Airtel, খরচ ১৬৪ টাকা

Published:

airtel 1999 recharge plan
Follow

শ্বেতা মিত্র, কলকাতাঃ প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে একের পর এক অফার এনেই চলেছে টেলিকম কোম্পানিগুলি। এবার সেই ধারাবাহিকতায় নাম লেখালো দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel। সামনেই রয়েছে দীপাবলি থেকে শুরু করে ধনতেরসের মতো একের পর এক উৎসব। আর এই উৎসবের আবহে নিজেদের কোটি কোটি গ্রাহককে বিরাট চমক দিল Airtel। আপনার ফোনেও কি এয়ারটেলের SIM রয়েছে? তাহলে আজকের এই প্রতিবেদনটির ওপর চোখ বুলিয়ে নিন।

বড়চমক Airtel -র

সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী, সারা দেশে প্রায় ৩৮ কোটি মানুষ আছেন যারা নিজেদের মোবাইলে এয়ারটেল সিম ব্যবহার করেন। সম্প্রতি, এয়ারটেল জুলাই মাসে তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। Airtel থেকে শুরু করে রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি নিজেদের মূল্য ২৫% বাড়িয়ে দিয়েছিল যা গ্রাহকের জন্য যথেষ্ট চাপের ছিল। তবে এসবের মাঝেই চমক দিল Airtel। অন্যান্য সংস্থার মতো এয়ারটেলের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান রয়েছে। এন্টারটেইনমেন্ট, ডাটা প্ল্যান, ফ্রি কলিং প্ল্যান, ক্রিকেট প্যাক, টক টাইম প্ল্যানের মতো অনেক অপশন রয়েছে কোম্পানির কাছে। কোম্পানির কাছে নানা রকম মূল্যের রিচার্জ প্ল্যান রয়েছে যার যেমন বাজেট সে সেটা অনুযায়ী করতে পারে। বিশেষ করে আপনিও কি প্রতিমাসে রিচার্জ করে করে বিরক্ত? তাহলে আপনিও বার্ষিক প্ল্যানগুলি বেছে নিতে পারেন।

Airtel 1999 Recharge Plan

আজকের এই আর্টিকেলে এয়ারটেলের বেশ কিছু বার্ষিক ফ্যান সম্পর্কে আপনাদের তথ্য দেওয়া হবে। এয়ারটেল লক্ষ লক্ষ ব্যবহারকারীর জন্য ১৯৯৯ টাকার একটি দুর্দান্ত প্ল্যান লঞ্চ করেছে। কোম্পানি এই প্ল্যানে ব্যবহারকারীদের পুরো ৩৬৫ দিনের টানা ভ্যালেডিটি অফার করছে। অর্থাৎ মাত্র ২ হাজার টাকা খরচ করেই আপনি সারা বছরের রিচার্জের ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। প্রতিমাসের হিসেবে ১৬৪ টাকা পড়বে এই প্ল্যানে। ৩৬৫ দিনের জন্য যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা পাবেন। এছাড়াও প্রতিদিন ১০০ টি ফ্রি SMS পরিষেবা পাবেন।

বার্ষিক প্ল্যানের অন্যান্য সুবিধা

১৯৯৯ টাকার প্ল্যানের ডেটা বেনিফিট সম্পর্কে যদি বলি তাহলে এই প্ল্যানে ৩৬৫ দিনের জন্য কেবল 24GB ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য আরও সাশ্রয়ী হবে যাদের খুব বেশি ইন্টারনেটের প্রয়োজন নেই। আপনার বাড়িতে যদি ব্রডব্যান্ড কানেকশন থাকে তাহলে এই প্ল্যানটি আপনার জন্য বেস্ট অপশন। এই প্ল্যানে এয়ারটেল গ্রাহকদের এয়ারটেল স্ট্রিমের সুবিধা দিচ্ছে। এ ছাড়া এতে আপনাকে ফ্রি হ্যালো টিউনের পরিষেবাও দেওয়া হয়। এতে আপনাকে Apollo 24/7 সার্কেলের সুবিধাও দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join