সব রেকর্ড ভাঙতে চলেছে Airtel, আম্বানির Jio-কে চ্যালেঞ্জ দিয়ে বড় ঘোষণা মিত্তলের

Published on:

jio vs airtel

প্রীতি পোদ্দার, কলকাতা: গ্রাহকদের সঠিক এবং সেরা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে টেলিকম শিল্পের বাজারে কার্যত Jio এবং Airtel- এর মধ্যে বেশ রেষারেষি চলে। কখনও একচেটিয়া বাজার দখল করে Jio তো আবার কখনও Jio কে টেক্কা দিয়ে এগিয়ে আসে Airtel। রিপোর্ট সূত্রে জন্য গিয়েছে এ বছর টেলিকম ক্ষেত্রে শেয়ার বাজারে সেরা পারফরমার হচ্ছে Airtel। আর এই আলোচনায় এবার উঠে এল আরেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেটি হল স্যাটেলাইট ইন্টারনেট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

টেলিকম জগতে ইন্টারনেট এর এই বিপুল সুবিধা আজকের সময় এসেও খুবই কম লোক উপভোগ করতে পারছে। এখনও বিশ্বের অনেক জায়গায় ইন্টারনেট ঠিকভাবে পৌঁছতে পারেনি। যার মধ্যে ভারত অন্যতম। সব জায়গায় তাই ইন্টারনেট ছড়িয়ে দিতে একেবারে তীব্র প্রতিযোগিতা চলছে Airtel এবং Jio র মধ্যে। তেমনই স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। একদিকে জিও এবং অপরদিকে এয়ারটেল। সমালোচনা যেন কিছুতেই থামছে না। তবে এবার সম্প্রতি এয়ারটেল এর চেয়ারম্যান সুনীল মিত্তল এক বিস্ফোরক দাবি জানালেন।

স্যাটেলাইট ইন্টারনেটকে ম্যাজিক বুলেট আখ্যা মিত্তলের!

এদিন এক সম্মেলন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল জানিয়েছেন, “প্রায় ২ বিলিয়ন মানুষের এখনও ইন্টারনেট সংযোগ নেই। ভারতের ক্ষেত্রেও তাই দেখা যায়। বনাঞ্চল এবং উপকূলরেখার মানুষের কাছে মোবাইল নেটওয়ার্ক বা ফাইবার সংযোগ এখনও পর্যন্ত পৌঁছয়নি। তাই এ ধরনের এলাকায় সংযোগ স্থাপনে স্যাটেলাইট নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।” এক্ষেত্রে তিনি স্যাটেলাইট ইন্টারনেটকে ম্যাজিক বুলেট বলে বর্ণনা করেছেন। মিত্তল আরও বলেন “স্যাটেলাইট নেটওয়ার্ক আমাদের জন্য এক নতুন সুযোগ এর দরজা খুলে দিতে চলেছে। যার সাহায্যে টেলিকম অপারেটররা সমস্ত নেটওয়ার্ক এলাকাকে কভার করতে শুরু করবে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য প্রয়োজন সরকারের অনুমতি

রিপোর্টে দেখা গিয়েছে ভারতের ২৫ শতাংশ এলাকায় বসবাসকারী মানুষ ভালো ইন্টারনেট সংযোগ পান না। এই ধরনের অসুবিধা দুর করার জন্য একমাত্র স্যাটেলাইট ইন্টারনেট দরকার। আর তাই Airtel তার নাগরিকদের খুব দ্রুত ইন্টারনেট সংযোগ প্রদান করতে চলেছে বলে এমনটাই দাবি করছে সংস্থা। ইতিমধ্যেই মোট জনসংখ্যার ৯৫ শতাংশ গ্রাহক ইন্টারনেটে উচ্চ-মানের সংকেত পাচ্ছেন। এদিনের সম্মেলনে মিত্তল আরও জানান যে, “গুজরাটে দুটি গ্রাউন্ড স্টেশন এবং পুদুচেরিতে একটি গ্রাউন্ড স্টেশনও প্রস্তুত রয়েছে। আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই আমাদের পক্ষ থেকে পরিষেবাটি চালু করা হবে। এখন বাকি শুধু সরকারের অনুমতি”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group