৩০০ টাকার ফ্রি কুপন দিচ্ছে Airtel, ছোট্ট একটা কাজেই ফ্রি হয়ে যাবে আপনার মোবাইল রিচার্জ!

Published:

Airtel Referral Program
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে টেলিকম কোম্পানিগুলো দিনের পর দিন রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে। আনলিমিটেড কলিং, ডেটা ইত্যাদি পেতে গেলে এখন সাধারণ মানুষের পকেট যেন খালি হয়ে যাচ্ছে। এমনকি দাম না বাড়ালেও বৈধতা কমছে রিচার্জ প্ল্যানগুলির। তবে তারই মধ্যে এয়ারটেল (Airtel) এমন একটি সুযোগ নিয়ে এসেছে, যার মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে রিচার্জ করতে পারবে। ভাবছেন কী? জানতে হলে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

মিলছে 300 টাকা পর্যন্ত ছাড়

সম্প্রতি এয়ারটেল চালু করেছে রেফারেল প্রোগ্রাম। আর এই প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীরা 300 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছে প্রতিটি রিচার্জ প্ল্যানে। ফলত এক মাসের রিচার্জ এক্কেবারে ফ্রিতে করা যাচ্ছে। এই প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধুদেরকে রেফার করতে পারবে। আর রেফার করলেই মিলবে 300 টাকার কুপুন।

জানা যাচ্ছে, এই প্রোগ্রামের আওতায় আপনি আপনার পরিচিতি কাউকে এয়ারটেলের পরিষেবা ব্যবহার করতে উৎসাহিত করবেন। তারা যদি ব্যবহার করা শুরু করে, তাহলে এয়ারটেল আপনাকে বড় বড় রিচার্জ প্ল্যানগুলোতে 300 টাকা পর্যন্ত ছাড় দেবে। আর প্রতিটি রেফারেলের জন্যই আপনি 300 টাকা ছাড় পাবেন। এমনকি ছাড়ের মধ্যে রয়েছে ওয়াইফাই বিলে 300 টাকা ছাড়, পোস্ট অফিসের খরচে 300 টাকা ছাড়, প্রিপেইড রিচার্জে 100 টাকার কুপন, ডিটিএইচ টিভি রিচার্জে 300 টাকা ছাড় এবং এয়ারটেল ব্ল্যাকে 300 টাকা ছাড়।

কীভাবে পাবেন এই অফার?

এই অফারটি পেতে হলে আপনাকে কিছু ধাপ অবলম্বন করতে হবে। সেগুলি হল-

  • প্রথমে আপনাকে প্লে-স্টোর থেকে Airtel Thanks অ্যাপটিকে ডাউনলোড করতে হবে।
  • এরপর আপনাকে নীচের দিকে স্ক্রল করে Rewards and Coupons অপশনটিতে ক্লিক করতে হবে ।
  • এরপর আপনি আপনার যে বন্ধু বা পরিবারের সদস্যকে রেফার করতে চান, তাকে সিলেক্ট করতে হবে।
  • সেখানে আপনি দুটি বিকল্প পাবেন, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ। আপনাকে যে কোনও একটি বিকল্প বেছে নিতে হবে।
  • এরপর আপনার বন্ধু বা পরিচিত ব্যক্তিকে সেই লিঙ্কটি পাঠাবেন।
  • যদি সে এই লিঙ্কের মাধ্যমে এয়ারটেলের পরিষেবা ব্যবহার করতে শুরু করে, তাহলেই আপনি পাবেন 300 টাকা ছাড়।

আরও পড়ুনঃ শুরুতে বেতন ২১,৭০০! মাধ্যমিক পাসে BSF-এ কনস্টেবল নিয়োগ

তাই বর্তমান দিনে রিচার্জ প্ল্যানের দাম যেভাবে বাড়ছে, তাতে 300 টাকা পর্যন্ত যদি ছাড় পাওয়া যায়, তাহলে মধ্যবিত্তদের কাছে তা হতে পারে একেবারে সোনায় সোহাগা অফার। তাই আজই ডাউনলোড করুন Airtel Thanks অ্যাপ আর এই সুযোগকে লুফে নিন।

আরওBharti Airtel
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join