Jio, Vi-র ব্যবসায় জোর ধাক্কা! ২০০ টাকার মধ্যে Airtel যা দিল, খুশি কোটি কোটি গ্রাহক

Published on:

Airtel launches great recharge plan for just Rs 189

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময় যত গড়াচ্ছে ভারতের টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ততই ভয়ঙ্কর আকার ধারণ করছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio-র সাথে পাল্লা দিতে একেবারে কোমর বেঁধে নেমেছে Airtel।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সেই সাথেই প্রতিদ্বন্দ্বিতায় নাম রয়েছে ভোডাফোন আইডিয়া ও সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL-রও। তবে যাবতীয় প্রতিদ্বন্দ্বিতার মাঝেই বড় কাজ করে দেখালো Airtel। আসলে, ভারতের এই জায়ান্ট সম্প্রতি 200 টাকারও কম দামে একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। যা আগামী দিনে অন্তত কয়েক কোটি ব্যবহারকারীর সমস্যা নির্মূল করবে।

Airtel-র নতুন চাল

স্মার্টফোনের আবির্ভাব হওয়ার প্রায় জন্ম লগ্ন থেকেই দেশের একটা বড় সংখ্যার মোবাইল ফোন ব্যবহারকারীর অভিযোগ ছিল, তাদের কোনও ডেটা চাই না! শুধু আনলিমিটেড ভয়েস কল হলেই চলবে। এদিকে আলাদা করে আনলিমিটেড ভয়েস কলের কোনও প্ল্যান সে অর্থে অল্প মূল্যে ছিল না। মূলত সেই কারণেই বাধ্য হয়ে অতিরিক্ত দাম দিয়ে আনলিমিটেড প্ল্যানগুলি রিচার্জ করতে হতো।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যদিও সেই সব প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ডেটার পরিমাণ অনুযায়ী দাম ধার্য করা হতো। তাই এতদিন সাধারণ জনগণের চাহিদা ছিল অল্প দামে একটি আনলিমিটেড ভয়েস কল প্ল্যান, যেখানে শুধুই ইচ্ছামত ফোনে কথা বলা যাবে। এবার সেই সমস্যার সমাধান করল Airtel। সদ্য ভারতের এই টেলিকম নেটওয়ার্ক জায়ান্ট 200 টাকারও কম দামে একটি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে। যেখানে মূলত জোড় দেওয়া হয়েছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের ওপর।

189 টাকায় দুর্দান্ত রিচার্জ প্ল্যান চালু করল Airtel

গ্রাহকদের সমস্যার কথা মাথায় রেখেই এবার মাত্র 189 টাকায় নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে ভারতী এয়ারটেল লিমিটেড। বলে রাখি, Airtel এর এই নয়া রিচার্জ প্ল্যানে মূলত জোর দেওয়া হয়েছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের ওপর। আসলে, Airtel এই প্ল্যান বাবদ আপনার কাছ থেকে 189 টাকা নেবে ঠিকই, তবে তার বদলে আপনাকে ফিরিয়ে দেবে আনলিমিটেড ভয়েস কলিং, 300 খানা SMS। না, এতে ডেটার আধিপত্য নেই। তবে হ্যাঁ, 21 দিনের বৈধতা যুক্ত এই প্ল্যানে আপনি সর্বসাকুল্যে 1GB ডাটা পেয়ে যাবেন। কাজেই যেসব গ্রাহকরা শুধুমাত্র আনলিমিটেড ভয়েস কলিং প্ল্যান খুঁজছেন, তাঁদের জন্য এই 189 টাকার রিজার্জ প্ল্যান সেরা বিকল্প হতে চলেছে।

অবশ্যই পড়ুন: মহিলার ভোটার কার্ডে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছবি! বিরল ঘটনার সাক্ষী থাকল বিহার

Airtel-এর 199 টাকার রিচার্জ প্ল্যান

এমন অনেকেই রয়েছেন যাঁরা, অন্তত 28 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং রিচার্জ প্ল্যান খুঁজছেন। এক কথায়, 189 টাকার 21 দিনের প্ল্যান যাদের পছন্দ হবে না তাঁদের জন্যও বিশেষ ব্যবস্থা রেখেছে Airtel। বলে রাখি, যদি 189 টাকার রিচার্জ প্ল্যান পছন্দ না হয় তবে, Airtel এর 199 টাকার রিচার্জ প্ল্যানটি কিনতে পারেন। সেক্ষেত্রে এই প্ল্যানে 28 দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড কলিং, মোট 2GB ডেটা এবং দৈনিক 100টি করে SMS পেয়ে যাবেন আপনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group