ফ্রিতে এক বছরের জন্য পান Perplexity Pro! ১৭ হাজার টাকার উপহার দিচ্ছে Airtel

Published on:

Airtel Offer

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল এবার তাদের গ্রাহকদের জন্য বিরাট চমক নিয়ে হাজির হয়েছে (Airtel Offer)। না, এটি কোনোরকম রিচার্জ প্ল্যান নয়, বরং 17,000 টাকার উপহার! ঠিকই পড়েছেন। এয়ারটেলের বিশেষ অফারের আওতায় এবার সম্পূর্ণ বিনামূল্যে মিলছে Perplexity Pro-র 1 বছরে সাবস্ক্রিপশন। কিন্তু কীভাবে পাবেন? চলুন বিস্তারিত জেনে নিই। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Perplexity Pro আসলে কী?

বল দিই, Perplexity Pro আসলে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি AI সার্চ অ্যাসিস্ট্যান্ট, যেটি গুগলের মতোই সমস্ত প্রশ্নের উত্তর দেবে। আর এতে আপনি GPT-4, Claude, Grok-4-এর মতো সব AI মডেলের অ্যাক্সেস পাবেন। ছবি তৈরি থেকে শুরু করে ফাইল অ্যানালিসিস, রিসার্চ মোড, API অ্যাক্সেস সহ সমস্ত অ্যাডভান্স ফিচার একদম বিনামূল্যে পাবেন এয়ারটেলের এই অফারে।

এয়ারটেল অফারে কী কী থাকছে?

এয়ারটেলের অফিসিয়াল সাইট মারফৎ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা এবার তাদের পোস্টপেইড গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছে। এখানে থাকছে Perplexity Pro-র এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন, যার বাজার মূল্য প্রায় 17,000 টাকা। তবে হ্যাঁ, কোনোরকম রিচার্জ লাগবে না। শুধুমাত্র Airtel Thanks অ্যাপে গিয়ে কয়েকটি ক্লিকের মাধ্যমেই আপনি এই ফিচার অ্যাক্টিভেট করে নিতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কীভাবে পাবেন এই অফার?

এয়ারটেলের এই ধামাকাদার অফার অ্যাক্টিভেট করার জন্য নিন্মলিখিত ধাপগুলি ফলো করুন—

  • প্রথমে Airtel Thanks অ্যাপ ওপেন করুন।
  • এরপর হোমস্ক্রিনের ব্যানার সেকশনে গিয়ে Perplexity Pro অফারটি দেখতে পাবেন। 
  • যদি না দেখতে পান, তাহলে Rewards সেকশনে গিয়ে খুঁজে দেখুন। 
  • এরপর “Claim Now” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর “Recover Account” অপশনে ক্লিক করে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করে নিন।
  • এটুকু করলেই এক বছরের জন্য আপনি পেয়ে গেলেন 17,000 টাকার Perplexity Pro সাবস্ক্রিপশন।

আরও পড়ুনঃ ৭৩ কিমি মাইলেজ, দাম ৮০ হাজারের কম! বিক্রিতে শীর্ষে স্প্লেন্ডার, দ্বিতীয় কে?

প্রিপেইড ইউজারদের জন্য কী অফার?

তবে বলে দিই, এই অফার শুধুমাত্র এয়ারটেল পোস্টপেইড গ্রাহকদের জন্যই আনা হয়েছে। প্রিপেইড গ্রাহকদের জন্য এখনই এই সুবিধা আনা হচ্ছে না। তবে ভবিষ্যতে তা চালু করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা যে হারে বাড়ছে, তাতে এই শক্তিশালী টুল একবছর ফ্রী মানেই গ্রাহকদের সোনায় সোহাগা, তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group